Siliguri District Hospital,সদ্যোজাতের দেহ উধাও, তদন্ত কমিটি গঠন হাসপাতালের – siliguri district hospital formed an investigation committee


হাসপাতাল থেকে সদ্যোজাতের মৃতদেহ উধাও হওয়ার ঘটনায় ৩ জনের একটি তদন্ত কমিটি গঠন করল শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ৩ দিনের মধ্যে সেই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।বৃহস্পতিবার এই হাসপাতালের প্রসূতি বিভাগের থেকে এক সদ্যোজাতর দেহ উধাও হয়ে যায়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিল প্রসূতির পরিবার। অভিযোগ, দেহ পাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন পরিবারের সদস্যরা। এরপর ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এ দিকে হাসপাতালের সেই বিভাগের সামনে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। ফলে সদ্যোজাতর দেহ কোথায় গেল? তা নিয়ে কার্যত ধোঁয়াশা তৈরি হয়েছে।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ। শুক্রবার এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে জেলা হাসপাতালের সুপার অফিস ঘেরাও করে DYFI। যাতে কোনও অশান্তি না হয় সেই জন্য হাসপাতালের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতাল সুপার চন্দন ঘোষ জানান, ৩ জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই ঘটনায় কারও গাফিলতি প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

এই ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক। তবে এই ঘটনা সামনে আসার পর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। হাসপাতালের ওই এলাকার সিসিটিভি ক্যামেরা যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল বলে জানাচ্ছেন হাসপাতালের সুপার। তিনি জানাচ্ছেন, হাসপাতালে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *