West Bengal Traffic Police,বেপরোয়া গতির বলি উলুবেড়িয়ার ট্রাফিক পুলিশ কর্মী – uluberia traffic police died in an road accident


কর্তব্যরত অবস্থায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ট্রাফিক পুলিশের। শুক্রবার সকালে ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়ার শ্রীরামপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ট্রাফিক পুলিশ কর্মীর নাম সোমনাথ রায় (৪০)। তাঁর বাড়ি হাওড়ার সাঁকরাইল থানা এলাকায়। মৃত ট্রাফিক পুলিশ কর্মী উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্তব্যরত ছিলেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল পৌনে ৬টা নাগাদ সোমনাথ শ্রীরামপুরে ট্রাফিকের ডিউটিতে যোগ দেন। সূত্রের খবর, ডিউটিতে যোগ দেওয়ার ছবিও নিয়ম অনুযায়ী তিনি পাঠান উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এরপরেই একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা দেয় এবং তিনি ছিটকে পড়েন রাস্তার ধারে। তাঁকে ধাক্কা মেরে গাড়ি চালক পালিয়ে যায়।

স্থানীয়রাই আশঙ্কাজনক অবস্থায় ওই ট্রাফিক পুলিশ কর্মীকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে। কী ভাবে এই ঘটনা ঘটেছে? তা খতিয়ে দেখা হচ্ছে।

পথ দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ কর্মীর মৃত্যুতে জাতীয় সড়কে গাড়িগুলির বেপরোয়া গতি ফের প্রশ্নের মুখে। এর আগেও জাতীয় সড়কে কর্তব্যরত অবস্থায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ট্রাফিক পুলিশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *