চাঁদার ‘জুলুম’, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, পাল্টা তোপ অভিযুক্তেরও – dum dum a businessman alleged that he was attacked for not paying durga puja donation as demanded


দুর্গাপুজোয় দাবিমতো চাঁদা না দেওয়ায় জুলুমের অভিযোগ উঠল দমদমের সুভাষনগরে। অভিযোগ, এই বছর পুজোর সময় চাঁদা চাওয়া হয়েছিল দমদমের এক ব্যবসায়ীর কাছে। কিন্তু চাঁদা না দেওয়ায় পুজোর পর ওই ব্যবসায়ীর উপর হামলা করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ব্যবসায়ীকে মারধরের হাত থেকে বাঁচাতে গেলে তাঁর স্ত্রী ও বিশেষভাবে সক্ষম সন্তানের উপরেও চড়াও হওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আক্রান্তের পরিবারের দাবি, অভিযুক্ত স্থানীয় তৃণমূল কর্মী। যদিও তৃণমূলের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি অভিযুক্তের।কী কী অভিযোগ?
দমদমের সুভাষনগরে চাঁদার জুলুমের অভিযোগ ঘিরে উত্তেজনা। ওই এলাকার বাসিন্দা সৌমেন বর্মন পানীয় জলের কারবার করেন।তাঁর অভিযোগ, দুর্গাপুজোর সময় স্থানীয় বাসিন্দা সৌরভ আইচ ওরফে বাবুলাল তাঁর থেকে পঞ্চাশ হাজার টাকার চাঁদা ও ১০০ পেটি জলের বোতল চায়। তিনি সাধ্য মতো দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সৌরভ আইচ ওরফে বাবুলাল তাতে সন্তুষ্ট হননি বলে অভিযোগ।

সৌমেনের অভিযোগ, ১৩ অক্টোবর রাতে বাবুলাল তাঁর বাড়িতে চড়াও হন। তিনি বাড়ির বাইরে বেরোলে তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর বিশেষভাবে সক্ষম সন্তান, তাকেও মারধর করা হয়। সৌমেনের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী ও সন্তানকে মারধর করা হচ্ছে বলে তিনি এগিয়ে এলে তাঁকেও হেনস্থা করা হয়। ব্যবসায়ী জানান, ১৫ অক্টোবর এই বিষয়ে দমদম থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তকে এখনও ধরা হয়নি। প্রবল আতঙ্কে রয়েছেন বলে জানান তাঁরা।

অভিযুক্ত সৌরভ আইচ ওরফে বাবুলালের দাবি, সৌমেনই মদ খেয়ে ঝামেলা করছিলেন। উনি রোজই এমন করেন। তিনি তার প্রতিবাদ করেছিলেন বলে সৌরভের দাবি। প্রতিবাদ করতে গেলে তাঁকে এবং তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে পাল্টা অভিযোগ তাঁর। তিনি কোনও পুজো কমিটির সঙ্গে যুক্ত নন বলেও তাঁর দাবি। চাঁদা চাওয়ার অভিযোগও অস্বীকার করেছেন অভিযুক্ত।

দমদম থানার আইসি সুপ্রকাশ পট্টনায়েকের দাবি, টাকাপয়সা লেনদেন বা ধারদেনা নিয়ে গোলমাল তল্লাশি চালালেও সৌরভ আইচের খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর খোঁজ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *