বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির – bjp candidate list for 2024 west bengal by election


বাংলায় ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। সিতাই কেন্দ্রে প্রার্থী হয়েছেন দীপক কুমার রায়, মাদারিহাটের প্রার্থী রাহুল লোহার, নৈহাটি থেকে রূপক মিত্র, হাড়োয়ায় বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালডাংরায় অনন্যা রায় চৌধুরী গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়বেন।রাজ্যে যে ৬টি আসনে বিধানসভা উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে ২০২১ সালে তৃণমূল জিতেছিল ৫টি এবং বিজেপি পেয়েছিল ১টি আসন। এই কেন্দ্রগুলির বিধায়করা নিজের দলের হয়ে লোকসভা ভোটে লড়েন এবং জয়ী হন। ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল তাঁদের। এই বিধায়কশূন্য কেন্দ্রগুলিতেই অনুষ্ঠিত হতে চলেছে ভোট।

২০২১ সালে কোচবিহারের সিতাই কেন্দ্র থেকে দীপক কুমার রায়কেই প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার কাছে তিনি পরাজিত হয়েছিলেন। এ বার উপ নির্বাচনে দীপক কুমারের উপরেই ভরসা রাখল বিজেপি নেতৃত্ব।

এ দিকে উপ নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে কি না, তা নিয়ে জল্পনা ছিল বিজেপির অন্দরেই। কিন্তু এই কেন্দ্রে শুভজিৎ রায়কে প্রার্থী করল গেরুয়া শিবির। ২০২১ সালে তৃণমূল প্রার্থী জুন মালিয়া এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন ২৪ হাজার ৩৯৭ ভোটে। ফলে মেদিনীপুর আসনে উপ নির্বাচনে বিজেপির লড়াই যে খুব একটা সহজ হবে না, এমনটাই মত রাজ্য রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *