বিজ্ঞপ্তি দিয়ে কী জানিয়েছে রেল?
শুক্রবার রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, ‘সম্প্রতি সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনের থামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে বলে বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে। এই খবর সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিমূলক।’ যাত্রীদের বিভ্রান্ত না হওয়ার আবেদনও করা হয় রেলের পক্ষ থেকে। পাশাপাশি লোকাল ট্রেনের ক্ষেত্রে প্রতিটি স্টেশনে ওঠানামা করতে এতদিন যে সময় নির্ধারিত ছিল, এখনও তাই থাকবে বলে জানানো হয়েছে।
স্বাভাবিকভাবেই এই বিজ্ঞপ্তিতে স্বস্তিতে যাত্রীরা। শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনগুলি ব্যবহার করেন বহু মানুষ। অত্যধিক ভিড়ও থাকে এই লোকাল ট্রেনগুলিতে। ওঠানামার জন্য মাত্র ৩০ সেকেন্ড কোনওভাবেই পর্যাপ্ত নয় বলে জানান যাত্রীরা। স্টেশনগুলিতে পুরনো সময় মেনেই ট্রেন দাঁড়ানোর খবরে স্বস্তিতে নিত্যযাত্রীরা।