Debangshu Bhattacharya,দেবাংশুর ‘মাওবাদী’ কটাক্ষের পাল্টা জবাব জুনিয়র ডাক্তারদের – debangshu bhattacharya controversial statement on junior doctors


আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ‘মাওবাদী’দের সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। ধর্মঘটের ডাক দিয়ে মাওবাদীদের মতো তাঁরা ‘মানুষ মারার রাজনীতি’ করছেন বলে দাবি করলেন তিনি। অন্যদিকে, তাঁর বক্তব্যের কড়া সমালোচনা করা হয় আন্দোলনরত চিকিৎসকদের তরফে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পরেও অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি, আগামী মঙ্গলবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের হুঁশিয়ারি প্রসঙ্গে দেবাংশু বলেন, ‘এই হুমকি দেওয়ার মানে কী? এই হুমকি দেওয়ার মানে হচ্ছে আমাদের আবদার মানা না হলে আমরা মানুষ মারা শুরু করব। কারণ চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা।’

তাঁর কথায়, জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাৎ দেখি না। এরই পাল্টা জুনিয়র ডাক্তারদের এক প্রতিনিধি সংবাদমাধ্যমে বলেন, ‘সাধারণ মানুষ জানে, আজকে স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা! হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা প্রচুর। যতগুলো বেড থাকার কথা, সেটা নেই। সরকারি দলের প্রতিনিধি হয়ে তিনি যখন এই কথাগুলো বলছেন, তখন আকাশের দিকে তাকিয়ে থুতু ফেলছেন। আমরা আন্দোলন করছি, প্রাইভেট হাসপাতাল থেকে তো আমাদের এসে টাকা দিয়ে যাচ্ছে না। এরকম প্রমাণ থাকলে উনি দেখাক সেটা।’

সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। বৈঠকের পরেই অনশন তোলা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা। বিষয়টি নিয়ে দেবাংশু বলেন, ‘শুভ বুদ্ধির উদয় হোক হোক। জুনিয়র ডাক্তাররা অনশন ত্যাগ করে কাজে ফিরুক। তাঁদের পিছন থেকে যাঁরা কলকাঠি নাড়ছেন, তাঁদের চিনতে শিখুক।’

Junior Doctors Protest: অনশন না তুলেই মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যাবেন জুনিয়র ডাক্তাররা
অন্যদিকে, দেবাংশুর বক্তব্যের বিরোধিতা করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি না মেনে তাঁদের অপমান করা হচ্ছে। দেবাংশুর মত লোকেদের কী ক্ষমতা আছে এরকম বলার?’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *