জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত সেপ্টেম্বরে আরজি কর কাণ্ডের প্রতিবাদে যখন উত্তাল ছিল কলকাতা। সেই সময় প্রতিবাদের অংশ হয়ে এই শহরে নিজের শো বাতিল করেছিলেন শ্রেয়া ঘোষাল। কথা দিয়েছিলেন কনসার্ট নিয়ে ফিরবেন অক্টোবরে। কথা রেখে গত ১৯ অক্টোবর নেতাজি ইন্ডোরে শো করলেন শ্রেয়া। এদিন কনসার্ট শেষে মঞ্চ থেকেই গানে গানে নিজের বার্তা দিয়ে গেলেন শ্রেয়া।
আরও পড়ুন- Salman Khan: বিগ বসের শ্যুটিঙে সলমান, সঙ্গে বন্দুকধারী ৬০ নিরাপত্তারক্ষী! সেটে ঢুকতে গেলেই…
আরজি করের ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের প্রতিবাদে গান বেঁধেছেন অরিজিত্ সিং। তাঁর ‘আর কবে’ রীতিমতো প্রতিবাদের অ্যান্থেম হয়ে উঠেছে। এবার আর জি করের প্রতিবাদে গান বাঁধলেন শ্রেয়া ঘোষাল। শনিবার কানায় কানায় ভর্তি ছিল নেতাজি ইন্ডোর। প্রত্যেক শোয়ের শেষে শ্রেয়া সাধারণত মেরে ঢোলনা গানটি গেয়ে শো শেষ করেন। এদিন সেই গান গাওয়ার পরে শ্রেয়া বললেন, “এর পরের গানে কেউ হাততালি দেবেন না। শুধু শুনুন।” গান শেষ হতেই একটা কথাও না বলে সোজা মঞ্চ ছাড়লেন শ্রেয়া। শহর ছাড়ার আগে প্রশ্ন রেখে গেলেন, ‘এ যে শরীরের চিৎকার, তুমি বন্ধু আজও শুনবে?’
শ্রেয়ার গানের প্রতি লাইনে ছিল প্রতিবাদের কথা। ‘এ যে শরীরের চিৎকার…যাকে ভাঙনের শক্তি, তুমি বন্ধু আজও শুনবে?’, ‘এ যে ক্ষত চিনে রাখা, এ যে ঝড়ের ছবি আঁকা, আজ কি দারুণ জ্বালা!’ লাইনে লাইনে প্রতিবাদে গর্জে উঠলেন শ্রেয়া। গায়িকার কথা মতোই হাততালি উঠল না স্টেডিয়ামে। বরং স্লোগান উঠল ‘উই ডিমান্ড জাস্টিস!’ শ্রেয়ার গানের মতোই তাঁর প্রতিবাদ জানানোর ধরণেও মুগ্ধ তাঁর অনুরাগীরা।
এখনও অনশনে জুনিয়র ডাক্তাররা। এখনও শহর জুড়ে চলছে প্রতিবাদের ঝড়। চলছে মিছিল। সেপ্টেম্বরে শ্রেয়া জানিয়েছিলেন যে , ‘‘কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। একজন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে, নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল।’’এবার কলকাতায় গানের অনুষ্ঠানে এসে প্রতিবাদের নয়া নজির তৈরি করে গেলেন শ্রেয়া।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)