Weather Forecast,দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের পূর্বাভাস, মঙ্গলবার থেকে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা – low pressure created over bay of bengal south bengal to witness rainfall from tuesday


মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস। নিম্নচাপের জেরে শুরু হবে বৃষ্টি। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবারই মধ্য আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার মধ্য বঙ্গোপসাগরে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর‌ বঙ্গোপসাগরে তা আরও শক্তি বৃদ্ধি করতে পারে বলে পূর্বাভাস আবহবিদদের।

নিম্নচাপ কি পরিণত হবে ঘূর্ণিঝড়ে?

একাধিক বেসরকারি আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত ওয়েবসাইট দাবি করছে, এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এখনও ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। নিম্নচাপের পূর্বাভাস থাকলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখন থেকেই বলা সম্ভব নয় বলে শুক্রবার জানিয়েছিল আলিপুর। তবে এই সিস্টেমের উপর ক্রমাগত নজরদারি চালানো হচ্ছে বলেও জানানো হয়।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলি শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবার সকাল পর্যন্ত আবহাওয়া কিছুটা একই থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইবে এবং বাড়বে বৃষ্টিও। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে এই দু’দিন অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

এ দিন কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি কম এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের আকাশ এ দিন আংশিক মেঘলা। পার্বত্য এলাকা ছাড়া সেভাবে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গে। অন্যদিকে, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে ও বুধবার উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *