দল গুরুত্ব দিচ্ছে না! ভোটমুখী বাংলায় দলবদলের হিড়িক…| Several active BJP workers left BJP and joined Trinamool in west medinipore


চম্পক দত্ত: ছয় বিধানসভা আসনে উপনির্বাচনের আবহে বিজেপি ভাঙন ধরালো তৃণমুল! চন্দ্রকোনায় তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান একাধিক সক্রিয় বিজেপি কর্মীর। তৃণমূল কর্মীদের বিজেপি সাজিয়ে পতাকা ধরানো হয়েছে পাল্টা দাবি বিজেপির।

তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল একাধিক বিজেপির সক্রিয় কর্মী। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার। রবিবার সন্ধ্যায় চন্দ্রকোনা টাউন হলে চন্দ্রকোনা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া-সহ শহর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। সেই অনুষ্ঠান মঞ্চে দলত্যাগী বিজেপি কর্মীদের হাতে তৃণমুলের পতাকা তুলে দেন বিধায়ক অরুপ ধাড়া। 

আরও পড়ুন:TMC | R G Kar Incident: আরজি কর? কে জানে! এই পরিস্থিতিতেও অন্য দল থেকে শয়ে শয়ে মানুষ ফিরছেন তৃণমূলে…

শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সাঁতরার দাবি,চন্দ্রকোনা পৌরসভার ১২ টি ওয়ার্ডের ২৪ জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলত্যাগী বিজেপি কর্মীরা জানান,সক্রিয়ভাবে বিজেপিতে থেকে কোনও গুরুত্ব পাচ্ছিলাম না, তাই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে পাল্টা চন্দ্রকোনার বিজেপি নেতৃত্বেট দাবি, তৃণমূল কর্মীদেরকে বিজেপি সাজিয়ে পতাকা ধরাচ্ছে,বিজেপির কোনও কর্মী বা সদস্য তৃণমূলে যোগদান করেনি। বরং তৃণমূলের একাংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে বিজেপিতে আসার জন্য।

ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন,ইতিমধ্যে তৃণমূল বিজেপি উভয়ই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা আসনেরও উপনির্বাচন রয়েছে, এই আবহে জেলার চন্দ্রকোনায় বিজেপিতে ভাঙন ধরিয়ে প্রধান বিরোধী দলকে বার্তা দেওয়া বলেই মনে করছে শাসক শিবির।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *