বাংলা-ওডিশার উপকূলই কি লক্ষ্য হবে ঘূর্ণিঝড় ‘দানা’-র – heavy to very heavy rains expected in south bengal


এই সময়: আজ, সোমবার উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। ২৪ ঘণ্টার মধ্যেই অর্থাৎ আগামিকাল, মঙ্গলবার ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস মৌসম ভবনের। আর তারও ২৪ ঘণ্টা পর অর্থাৎ পরশু, বুধবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড় ‘দানা’ (ডানা নয়)।আবহবিদদের বক্তব্য, সামনের ৭২ ঘণ্টার অর্থাৎ তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস যদি আরও ৪৮ ঘণ্টা বা দু’দিন সম্প্রসারিত করা যায়, তা হলে পশ্চিমবঙ্গ ও ওডিশার অস্বস্তি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের প্রাথমিক অনুমান, অক্টোবরের ২২-২৩ তারিখ নাগাদ ওডিশা থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে কোনও এক জায়গায় ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড়টি।

আবহবিদরা জানিয়েছেন, শনিবার নর্থ আন্দামান সাগরের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল, সেটাই সময়ের সঙ্গে সঙ্গে শক্তি বাড়িয়ে আজ প্রথমে নিম্নচাপের আকার নেবে। তারপরে প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সময়ে ওই ওয়েদার সিস্টেম উত্তর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর দেশের মূল ভূখণ্ডের দিকে এগোতে শুরু করবে। বুধবার নাগাদ সমুদ্রের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে সুস্পষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘দানা’-তে পরিণত হওয়ার সম্ভাবনা।

২০২৪-এর ২৩-২৪ অক্টাবর নাগাদ যে ঘূর্ণিঝড় ওডিশা থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে কোনও জায়গায় আঘাত হানতে চলেছে বলেছে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, তার নামকরণের ভার ছিল কাতারের উপর। জানা গিয়েছে ‘দানা’ একটি আরবি শব্দ, এর অর্থ মুক্তো। বিশ্ব আবহাওয়া সংস্থার নিয়ম অনুযায়ী পৃথিবীকে ছ’টি রিজিওনাল স্পেশালাইজ়ড মিটিওরোলজিক্যাল সেন্টার (আরএসএমসি) এবং পাঁচটি আঞ্চলিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টারে (টিসিডব্লিউসি) ভাগ করা হয়েছে।

ভারতের মৌসম ভবন ওই ছ’টি আরএসএমসি-র অন্যতম। বিশ্ব আবহাওয়া সংস্থার প্যানেল অনুযায়ী, মৌসম ভবন ভারত ছাড়াও বাংলাদেশ, মিয়ানমার, ইরান, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, সংযুক্ত আরব আমিশাহি, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডকে ঘূর্ণিঝড় ও অন্য ঝড়ের পূর্বাভাস সংক্রান্ত সব তথ্য দেয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আরব সাগর ও বঙ্গোপসাগরে যত ঘূর্ণিঝড় আসে, তাদের নামকরণ এই ১৩টি দেশ মিলেই করে। এ বার নামকরণের পালা ছিল কাতাতের উপর।

ওডিশা থেকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত বিস্তৃত বিস্তীর্ণ এলাকার ঠিক কোন জায়গা দিয়ে ‘দানা’ ল্যান্ডফল করবে, সে বিষয়ে এতটা আগে থেকে নিশ্চিত ভাবে কিছু বলতে পারেননি আবহবিদরা। তবে অক্টোবরের ২৩ থেকে ২৫ পর্যন্ত টানা তিন দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, বুধবার ২৩ অক্টোবর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় সারাদিনে ৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ‘ভারী’ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ২৪ অক্টোবর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় সারাদিনে ৭ থেকে ২০ সেমি পর্যন্ত অর্থাৎ ‘অতি ভারী’ বৃষ্টি হতে পারে। এ ছাড়া ‘ভারী’ বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রামে। শুক্রবার ২৫ অক্টোবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে ‘অতি ভারী’ বৃষ্টির সম্ভাবনা আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *