Biometric System,ধান কিনতে কৃষকদের বায়োমেট্রিক-ব্যবস্থা বাধ্যতামূলক – biometric system is mandatory for buy paddy from farmers


এই সময়, কোচবিহার: সরকারি সহায়ক মূল্যে ধান কিনতে প্রস্তুতি শুরু করেছে রাজ্যের খাদ্য দপ্তর। ২ নভেম্বর থেকে কোচবিহার জেলায় কৃষকদের থেকে ধান কেনা শুরু হবে। ফড়েদের আটকাতে এ বার বায়োমেট্রিক মিলিয়ে দেখা বাধ্যতামূলক করা হয়েছে। খাদ্য দপ্তরের মোবাইল-ভ্যান প্রত্যন্ত গ্রামে গিয়ে ধানও কিনবে।কোচবিহার জেলায় এ বার সবমিলিয়ে খাতরিফ মরশুমে ২ লক্ষ ১৫ হাজার মেট্রিক টন ধান কিনতে হবে। কোচবিহার জেলা খাদ্য নিয়ামক মানিক সরকার বলেন, ‘রাজ্যের নির্দেশ মেনে সমস্ত কাজ করা হচ্ছে। বিশেষ টিম গঠন করা হয়েছে।’

খাদ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে, রেজিস্ট্রেশন করার সময়ে কৃষকদের বায়োমেট্রিক নেওয়া হয়। ধান বিক্রিয় সময়েও তাঁদের সেই বায়োমেট্রিক মিলিয়ে দেখা হবে। যাতে করে কোনও ভাবেই সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির প্রক্রিয়ায় ফড়েরা ঢুকে না পড়ে। সরকারি ধান ক্রয় কেন্দ্র থেকে যে সমস্ত কৃষকদের বাড়ি অনেকটা দূরে, তাঁদের জন্য মোবাইল-ক্রয় কেন্দ্রের ব্যবস্থা থাকছে।

পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী এবং সোসাইটিগুলোও ঘুরে, ঘুরে ধান কিনবে। কোচবিহার জেলায় সবমিলিয়ে খাদ্য দপ্তর নিজেরা ৩৩টি ধান ক্রয় কেন্দ্র খুলবে। মোবাইল ধান ক্রয় কেন্দ্র থাকছে ১১টি। স্বনির্ভর গোষ্ঠী ও সোসাইটি মিলে থাকছে ৭৪টি টিম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *