CPIM West Bengal,কংগ্রেসের সঙ্গে ‘সমঝোতা’ নয়, উপনির্বাচনে ৫ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা বামেদের – left front candidate list for west bengal assembly by elections


সোমবার উপনির্বাচনের জন্য মোট পাঁচটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পথে না হেঁটে সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, নৈহাটি ও মেদিনীপুর কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। হাড়োয়া কেন্দ্রের জন্যে বামফ্রন্ট মনোনীত প্রার্থীর নাম শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।কোচবিহারের সিতাই কেন্দ্র থেকে লড়ছেন ফরোয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মা, মাদারিহাট কেন্দ্র থেকে আরএসপির পাদম ওঁরাও, মেদিনীপুর কেন্দ্র থেকে সিপিএমের মণিকুন্তল খামরুই, বাঁকুড়ার তালড্যাংরা কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী দেবকান্তি মোহান্তি এবং নৈহাটি কেন্দ্র থেকে সিপিএম (এমএল) প্রার্থী দেবজ্যোতি মজুমদার উপনির্বাচনে লড়বেন।


বস্তুত, প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী প্রদেশ সভাপতি থাকাকালীন রাজ্যের একাধিক নির্বাচনে হাতে হাত ধরে চলার সিদ্ধান্ত নিয়েছিল বামেরা। সম্প্রতি প্রদেশ সভাপতি হয়েছেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। অধীর পরবর্তী জমানায় বাম-কংগ্রেস জমানায় জোট বা আসন সমঝোতার বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

TMC Candidate List: বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
জল্পনা সত্যি করে অবশেষে ‘একলা চলো’ নীতিতেই হাঁটতে চলেছে বামেরা। গত রবিবার সন্ধ্যায় রাজ্য বামফ্রন্টের বৈঠক বসেছিল আলিমুদ্দিন স্ট্রিটে। সেই বৈঠকেই স্থির হয়ে যায়, কংগ্রেসের সঙ্গে না গিয়ে আলাদা লড়াই করবে বামফ্রন্ট। অন্যদিকে, কংগ্রেস সূত্রে খবর উপনির্বাচনে ছয়টি কেন্দ্রের প্রার্থী বেছে নেওয়ার জন্য এআইসিসির কাছে একাধিক নামের তালিকা পাঠিয়েছে প্রদেশ কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *