Cyclone Dana,সাইক্লোন ‘দানা’ সত্যিই এলে মোকাবিলায় তৈরি শহর – kolkata municipality is ready to deal with the cyclone dana


এই সময়: ঘূর্ণিঝড় দানার প্রভাব শহরে কতটা পড়বে তা এখনও স্পষ্ট নয়। তবে, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় পুরোপুরি তৈরি থাকছে কলকাতা পুরসভা। গাছ পড়ে গেলে তা সরানোর জন্য প্রতিটি বরোয় মোতায়েন থাকবে বিশেষ টিম। জল নিকাশি ব্যবস্থা তো বটেই, কলকাতার বাতিস্তম্ভগুলিও আজ, সোমবার পরীক্ষা করে দেখা হবে, যাতে তড়িদাহত হয়ে কারও প্রাণহানি না হয়।২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা রাখা হচ্ছে। প্রস্তুত থাকবে পাম্পিং স্টেশনগুলি। আজ, সোমবার সব বিভাগের অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন পুর কমিশনার ধবল জৈন। কলকাতা পুরসভা সূত্রে খবর, ঝড়ের পরে রাস্তায় ভেঙে পড়া গাছ সরানোর জন্য ১৬টি বরোয় আলাদা টিম গঠন করা হচ্ছে। হাইড্রোলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পার থাকবে।

গাড়ি চলাচলের রাস্তা যেন গাছ পড়ে দীর্ঘক্ষণ বন্ধ না থাকে, সে ব্যাপারে বাড়তি নজর রাখার কথা বলা হয়েছে অফিসারদের। পুর এলাকার ৭৬টি নিকাশি পাম্পিং স্টেশন মিলিয়ে মোট ৪০৮টি পাম্প রয়েছে। এর মধ্যে ৩৯২টি পাম্প সক্রিয়। সব পাম্প ঝড়ের দিনে চালু রাখা হবে। সেই সঙ্গে অস্থায়ী পাম্পও থাকবে। কলকাতা পুরসভার এক কর্তা বলেন,‘ঝড়ের কারণে সাধারণ মানুষের যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সে জন্য যাবতীয় প্রস্তুতি রাখা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *