Cyclone Dana Landfall,কবে, কোথায় আছড়ে পড়বে সাইক্লোন ‘দানা’? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর – where cyclone dana will make landfall know details


পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ। ২৩ অক্টোবর তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। কাতার এর নাম দিয়েছে এর নাম হতে চলেছে ‘দানা’। কোথায় ল্যান্ডফল হবে এই সাইক্লোনের? স্পষ্ট করল আলিপুর আবহাওয়া দপ্তর।

কী বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর?

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, ইতিমধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ২২ অক্টোবরের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২৩ অক্টোবর তা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ‘দানা’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তা উত্তর ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূল পার করে পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়তে পারে ২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখ সকালের মধ্যে। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সাইক্লোনের কী প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ‘দানা’ সাইক্লোনের বিস্তর প্রভাব পড়তে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২৩ তারিখ থেকে উপকূল অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। উত্তর ও দক্ষিণ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৪ এবং ২৫ অক্টোবর এই দু’দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

ডানা-র ল্যান্ডফলের সময় উপকূলের জেলাগুলিতে বাতাসের গতিবেগ অনেকটাই বেশি থাকতে চলেছে। ঘণ্টায় ১০০ থেকে ১১০ এবং সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

উপকূল অঞ্চলে বাতাসের গতিবেগ বেশি থাকার কারণে বেশ কিছু গাছ, মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ২৩ তারিখে প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে দু’এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ এবং ২৫ তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। ২৩-২৫ অক্টোবর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *