জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে করণ জোহর ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ বিক্রি করতে চলেছেন। কখনও নাম উঠে আসে সারেগামা-র, কখনও আবার নাম উঠে আসে রিলায়ান্স ইন্ডাস্ট্রির। কিন্তু সোমবার এল বড় আপডেট। জানা গেল যে করণের কোম্পানির ৫০ শতাংশ কিনে নিলেন ভ্যাক্সিন প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা। যদিও এখনও এই প্রযোজনা সংস্থার নেতৃত্ব দেবেন করণই। তবে ৫০ শতাংশের মালিক হল সিরিন এন্টারটেইনমেন্ট, যার কর্ণধার আদর।
আরও পড়ুন- Petkati Maa Mandir: জঙ্গলে হাত-নাক ভাঙা মূর্তি! গায়ে কাঁটা দেওয়া পেটকাটি মা, মন্দিরে পা রাখলেই…
ঘোষণা অনুযায়ী জানা গেছে, ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ ১০০০ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে আদর পুনাওয়ালার সিরিন এন্টারটেইনমেন্ট। বাকি ৫০ শতাংশর মালিক এখনও করণ জোহর। আদর পুনাওয়ালা বলেন, ‘আমাদের দেশের অন্যতম আইকনিক প্রযোজক সংস্থার পার্টনার হতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত তাও আবার আমার বন্ধু করণ জোহরের পার্টনার। আশা করব আমরা ধর্মা প্রোডাকশনকে আরও বড় করতে পারব আগামী দিনে এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।’
অন্যদিকে করণ জোহর বলেন, ‘শুরুর দিন থেকে ধর্মা প্রোডাকশন মন ছুঁয়ে যাওয়া গল্পের সমর্থক হয়ে থেকেছে। আমার বাবা এমন ছবি বানানোর স্বপ্ন দেখেছেন বরাবর যার প্রভাব মানুষের মনে বহুদিন থেকে যায়। আজ আমরা আদরের সঙ্গে হাত মেলালাম। ও আমার কাছের বন্ধু এবং ভবিষ্যৎদ্রষ্টা। আমরা একসঙ্গে ধর্ম প্রোডাকশনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।’
আরও পড়ুন- Gold Price: ধনতেরাসে ঝাড়ুই কিনুন, এক ধাক্কায় সোনার দাম ছুঁল ১ লক্ষ ৪০ হাজার…
ধর্মা প্রোডাকশন তৈরি করেন করণ জোহরের বাবা যশ জোহর। ১৯৭৬ সালে এই প্রযোজনা সংস্থার পথচলা শুরু হয়। যশ জোহরের পর এই প্রযোজনা সংস্থাকে অন্য মাত্রায় নিয়ে যান করণ জোহর। কুছ কুছ হোতা হ্যায় থেকে শুরু করণের রাজত্ব। এরপর কভি খুশি কভি গম, কাল হো না হো থেকে শুরু করে হালফিলের রকি অউর রানি কী প্রেম কাহানি, ব্রহ্মাস্ত্রসহ একাধিক ছবি উপহার দিয়েছে এই প্রযোজনা সংস্থা। এবার শুরু আদর ও করণের যৌথ পথচলা। অনেকেই মনে করছেন যশরাজ ফিল্মসকে টেক্কা দিতে বেশ কিছু নতুন পরিকল্পনা নিয়ে আসছে এই সংস্থা। বাকিটা আগামীই বলবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)