Mamata Banerjee,জরুরি ওষুধের দাম বাড়ায় মানুষের উপর চাপ বাড়বে, মোদীকে চিঠি মমতার – mamata banerjee wrote a letter to narendra modi on protesting against price hike of essential medicines


সম্প্রতি ৮টি জরুরি ওষুধের দাম বাড়ানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওষুধের এই মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করে সোমবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।৮টি জরুরি ওষুধের দাম বাড়ানোর পক্ষে সবুজ সঙ্কেত দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। এক ধাক্কায় প্রায় ৫০ শতাংশ দাম বাড়ানো হয়েছে ওই ওষুধগুলির।

মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, কয়েক মাস আগেই এনপিপিএ গুরুত্বপূর্ণ একাধিক ওষুধ/ফর্মুলেশনের দাম বাড়িয়েছে। তালিকায় ছিল ডায়াবেটিস, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ, অ্যান্টিবায়োটিক। গত ১৪ অক্টোবর মিনিস্ট্রি অব কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স আওতাধীন এনপিপিএ টিবি, থ্যালাসেমিয়া, হাঁপানি, গ্লুকোমার ওষুধেরও দাম বাড়িয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে জানান, এই ভাবে আচমকা ওষুধের দাম বাড়ায় সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি। যদিও এই মূল্যবৃদ্ধি নিয়ে এনপিপিএর তরফে জানানো হয়েছে, ওষুধ তৈরির খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। সে কারণে ওষুধ তৈরিতে সমস্যা হচ্ছিল। তাই দাম বাড়ানো হয়েছে।

বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন নিউমোনিয়া, ডিপথেরিয়ায় বহুল ব্যবহৃত বেনজাইলপেনিসিলিন, অ্যাট্রোপিন, টিবির চিকিৎসায় ব্যবহৃত স্ট্রেপটোমাইসিন, সলবুটামল, পাইলোকারপিন, সেফাড্রক্সিল ট্যাবলেট, ডেসফেরোক্সামিন, লিথিয়াম ট্যাবলেটের দাম বাড়ানো হয়েছে সম্প্রতি।

এ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ প্রথম থেকেই সরব। কারণ, হার্টের অসুখ, চোখের সমস্যা ঘরে ঘরে। হাঁপানির সমস্যাতেও কম মানুষ ভোগেন না। এই সব রোগের ওষুধের দাম বাড়ানো মানে সাধারণ মানুষের উপর চাপ বাড়ানো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *