Cyclone Dana,’দানা’-র জন্য বন্ধ ফেরি সার্ভিস, জেলায় জেলায় কন্ট্রোল রুম খোলার ঘোষণা মমতার – west bengal government takes various steps for cyclone dana


ঘূর্ণিঝড় ‘দানা’-র মোকাবিলার জন্য তৎপর নবান্ন। প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি মোকাবিলায় নবান্নে একটি কন্ট্রোল রুম খোলার পাশাপাশি জেলায় জেলায় খোলা হচ্ছে কন্ট্রোল রুম, যা খোলা থাকবে ২৪ ঘণ্টা।মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত সরকার। যে এলাকাগুলিতে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা সেখানে এনডিআরএফ এবং এসডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।’ ২৩ থেকে ২৬ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতার সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের ধারে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে ২৩ থেকে ২৬ তারিখ। উপকূলবর্তী জেলাগুলিতে এই ৩ দিন বন্ধ রাখা হবে ফেরি চলাচল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়ার জন্য বিভিন্ন দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রিটারিদের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে।

সমুদ্র উপকূলবর্তী নীচু এলাকাগুলিতে থেকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য মাইকিং করা হচ্ছে। দুর্গাপুজোর মুখে ভারী জল ছেড়েছিল ডিভিসি। রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য সেই জন্য ডিভিসিকেই দুষেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার আগে থেকেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। এ দিন তিনি বলেন, ‘আমি আগে থেকেই জানিয়েছি, এই ক’দিন যেন ডিভিসি জল না ছাড়ে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *