Cyclone In Bay Of Bengal,১১০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া,’দানা’-র বেশি প্রভাব পড়বে কোন কোন জেলায়? – cyclone dana live update for 22 september by imd kolkata


সাগর দ্বীপ থেকে ৭৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। তা ২৩ অক্টোবর সকালে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় এগিয়ে যাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দিকে। আগামী ২৪ অক্টোবর তা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আগামী ২৪ অক্টোবর দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

‘দানা’ কবে তৈরি হবে?

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপ ২৩ অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে দিকে অগ্রসর হবে। ২৪ অক্টোবর তা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

বাংলায় ২৪ তারিখ রাতে এবং ২৫ তারিখ সকালের মধ্যে তা অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে ওডিশা উপকূলের দিকে। সেই সময় উপকূলবর্তী এলাকাগুলিতে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে সর্বোচ্চ ১১০ কিলোমিটার।

কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত?

২৩ তারিখ বুধবার থেকেই দক্ষিণবঙ্গে দেখা যাবে ‘দানা’-র প্রভাব। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৪ তারিখ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে।

২৫ তারিখেও অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়াতে। ২৬ সেপ্টেম্বর থেকে কমবে বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে ২৪ অক্টোবর সন্ধ্যা থেকে ২৫ অক্টোবর সকাল পর্যন্ত বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।

২২ থেকে ২৫ তারিখের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই সময় সাগর ও সুন্দরবনে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার থেকে ৯০ কিলোমিটার, কলকাতা, হাওড়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *