Diwali 2024,শিলিগুড়িতে শুরু হয়ে গেল সবচেয়ে বড় বাজি বাজার, রেকর্ড বিক্রির আশায় ব্যবসায়ীরা – north bengal largest betting market opened in siliguri before diwali


মাঝে আর মাত্র কয়েকটা দিন। আলোর উৎসব কালীপুজোয় মাতবে গোটা বাংলা। ইতিমধ্যেই জেলায় জেলায় বাজি বাজার বসতে শুরু করেছে। দীপাবলির আগেই শিলিগুড়িতে খুলে গেল উত্তরবঙ্গের সবচেয়ে বড় বাজির বাজার। শিলিগুড়ির কাওয়াখালিতে সোমবার থেকে সবুজ বাজির বাজার শুরু হয়ে গিয়েছে। কালীপুজোর আগে এই বাজার থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে মূলত বাজি যায়।এক সময় রকেট বাজি, কালী পটকা, চকোলেট বোমায় দাপট দেখা যেত কালীপুজোয়। তবে সময়ের সঙ্গে সে ছবিতে ধীরে ধীরে বদল এসেছে। এখন কালীপুজোর আগে বাজি বাজার বসে। এখন শব্দবাজি নিষিদ্ধ। বদলে গত কয়েক বছরে আলোর উৎসবে বারবার ঘুরে ফিরে এসেছে সবুজ বাজির কথা।

গত কয়েক বছর ধরে রাজ্যে সমস্ত রকমের শব্দবাজি নিষিদ্ধ হয়েছে। আদালত পর্যন্ত জানিয়ে দিয়েছে, সবুজ বাজিতেই উদযাপন করতে হবে কালীপুজো-দিওয়ালি। শিলিগুড়িতে বাজি বাজারে কয়েক কোটি টাকার ব্যবসা হয়েছিল গত বছর। এবারও বাজার ভালই হবে বলে আশাবাদী বাজি ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের কথায়, শব্দবাজি নিষিদ্ধ হওয়ায় সবুজ বাজির চাহিদা এখন বাড়ছে। তবে প্রথম প্রথম অনেকেই শব্দবাজি কিনতে চাইতেন না বলে অভিযোগ। কারণ, সাধারণ বাজির তুলনায় সবুজ বাজির দাম অনেকটাই বেশি। তবে এখন সে ছবিতে বদল আসছে।

কাওয়াখালিতে বাজি বাজার শুরুর প্রথম দিনই ক্রেতাদের ভিড় দেখা গিয়েছে। বাজি বাজারের উদ্যোক্তাদের বক্তব্য, ভিড় আরও বাড়বে। সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেন, ‘আগামিদিনে উত্তরবঙ্গেও সবুজ বাজির কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে আমাদের। যদিও আপাতত রাজ্যের বাইরে থেকে সবুজ বাজি আমদানি হচ্ছে।’

কাওয়াখালির বাজি বাজারে এবার ৭২টি দোকান বসছে। উদ্যোক্তারা জানান, বাজি বাজারে দোকান দিতে চেয়ে এবার প্রচুর আবেদন এসেছিল। লটারির মাধ্যমে প্রশাসন ৭২টি আবেদন বেছে নিয়েছে। দীপাবলি পর্যন্ত এই বাজি বাজার চলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *