এই সময়: লম্বা ট্রেন জার্নি শেষ করে স্টেশনে নামার পরেই হোক বা ট্রেন ধরার জন্য নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ আগে স্টেশনে পৌঁছে যাওয়া — দু’রকম পরিস্থিতিতেই নিজেকে তরতাজা করে রাখার সুযোগ বাড়ছে যাত্রীদের জন্য। পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে এয়ার কন্ডিশন্ড ডিলাক্স এবং নন-এসি টাইপ মিলিয়ে ৮৩টি রিটায়ারিং রুম এবং ২৮টি ডরমিটরি রুমের উদ্বোধন করা হলো।পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, যে স্টেশনগুলিতে প্রাথমিক ভাবে এই ধরনের বিশ্রামাগার চালু করে যাত্রী স্বাচ্ছন্দ্যে আলাদা করে জোর দেওয়া হলো, সেই তালিকায় রয়েছে হাওড়া, শিয়ালদহ, কলকাতা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বহরমপুর কোর্ট, দক্ষিণেশ্বর, বেলুড়, তারকেশ্বর, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, নবদ্বীপ ধাম, আসানসোল, দুর্গাপুর, জসিডি, মধুপুর, সিউড়ি, শিমূলতলা, চিত্তরঞ্জন, বৈদ্যনাথ ধাম, দেওঘর, মালদা, ভাগলপুর, জামালপুর, নিউ ফারাক্কা, সাহেবগঞ্জ, সুলতানগঞ্জ এবং বারহারওয়া-র নাম।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হচ্ছে, স্টেশনে ট্রেন থেকে নামার পরে বা ট্রেন ধরতে এই স্টেশনগুলোয় এসে হাজির হলেই যে এই ধরনের বিশ্রামাগারের দরজা যাত্রীদের জন্য খোলা থাকবে, তা নয়। আইআরসিটিসি অ্যাপ থেকে এসি ডিলাক্স এবং নন-এসি ডরমিটরি — দু’ধরনের রিটায়ারিং রুমই বুক করার ব্যবস্থা থাকবে। যাত্রীরা আইআরসিটিসি অ্যাপ খুলে সেখান থেকে ‘গেস্ট লগ-ইন’ অপশনে গিয়ে প্রথমে টিকিটের পিএনআর নম্বর দেবেন।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হচ্ছে, স্টেশনে ট্রেন থেকে নামার পরে বা ট্রেন ধরতে এই স্টেশনগুলোয় এসে হাজির হলেই যে এই ধরনের বিশ্রামাগারের দরজা যাত্রীদের জন্য খোলা থাকবে, তা নয়। আইআরসিটিসি অ্যাপ থেকে এসি ডিলাক্স এবং নন-এসি ডরমিটরি — দু’ধরনের রিটায়ারিং রুমই বুক করার ব্যবস্থা থাকবে। যাত্রীরা আইআরসিটিসি অ্যাপ খুলে সেখান থেকে ‘গেস্ট লগ-ইন’ অপশনে গিয়ে প্রথমে টিকিটের পিএনআর নম্বর দেবেন।
তার পর সেখান থেকে যে স্টেশনের বিশ্রামাগার বুক করতে চাইছেন তার নাম সিলেক্ট করে চেক-ইন এবং চেক-আউট ডেট আর ‘রুম টাইপ’ বেছে নিতে হবে। যদি ওই নির্দিষ্ট সময়ে ওই স্টেশনে বিশ্রামাগারে জায়গা খালি থাকলে অনলাইনে পেমেন্টের অপশন আসবে। পেমেন্ট করে রুম বুক করতে হবে। পূর্ব রেল জানিয়েছে, ন্যূনতম তিন ঘণ্টা থেকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা পর্যন্ত রুম বুক করা যাবে।