Halisahar Municipality: নিয়োগ দুর্নীতির তদন্তে আরও তথ্য পুরসভার কাছে চাইল সিবিআই – cbi wrote a letter to halisahar municipality seeking information in connection with recruitment scam


এই সময়, হালিশহর: পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় নতুন করে কিছু তথ্য চেয়ে হালিশহর পুরসভাকে চিঠি দিল সিবিআই। পুজোর ছুটির পর সোমবারই প্রথম অফিস খোলে। এ দিন ইমেল চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে পুর কর্তৃপক্ষের। জানা গিয়েছে, গত শনিবার সিবিআইয়ের তরফে ইমেলটি পাঠানো হয়। আগামী ২৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল এগারোটায় পুরসভার তরফে কাউকে সিবিআই দপ্তরে যাবতীয় তথ্য নিয়ে হাজির হতে বলা হয়েছে ওই চিঠিতে।সূত্রের খবর, হালিশহর পুরসভার প্রাক্তন এগজ়িকিউটিভ অফিসার, যিনি ২০১৮ -১৯ সালে নিয়োগের সময়ে ওই পদে ছিলেন, তাঁকেও কিছু তথ্য নিয়ে সশরীরে হাজির হওয়ার নির্দেশ সিবিআইয়ের তরফে এসেছে।

হালিশহরের বর্তমান পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, ‘সিবিআইয়ের একটি চিঠি এসেছে ইমেলে। সেখানে নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য তারা চেয়েছে। আগেও অনেক তথ্য তারা চেয়েছিল। আমরা সব রকম তথ্য দিয়ে সাহায্য করেছি। আগামীতেও করব।’ বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বলেন, ‘সিবিআইকে হালিশহর পুরসভা সবরকম সহযোগিতা করবে।’

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের সূত্র ধরে রাজ্যের প্রায় ৬০টি পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিভিন্ন পুরসভায় চাকরি বিক্রি করা হয়েছে। ২০১৮ -১৯ সাল নাগাদ এই দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। তদন্তে নেমে সিবিআই একাধিক পুরসভায় তল্লাশি শুরু করে। পুরপ্রধান ও পুরসভার অন্যান্য আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চলে। ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও হয়। হালিশহর পুরসভাতেও সিবিআই তল্লাশি চালিয়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *