Kolkata Airport,‘বিমানে বোমা রাখা আছে’, পর পর দু’দিন হুমকি বার্তা কলকাতা বিমানবন্দরে – kolkata airport got threat mail in flight creates panic among passengers


ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। পুণে থেকে কলকাতায় আসার একটি বিমানে বোমা রয়েছে বলে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। হুমকি বার্তা পেয়েই জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। বিমানের সব যাত্রীদের নিরাপদে বের করা হয়েছে। তল্লাশির পর বিমানটি থেকে বিস্ফোরক কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। এই নিয়ে পরপর দু’দিন কলকাতা বিমানবন্দরে একই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, পুণে থেকে কলকাতার উদ্দেশে বিমানটি রওনা দেওয়ার পরেই মাঝ আকাশে থাকা অবস্থায় এক্স হ্যান্ডলে একটি পোস্ট লক্ষ্য করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। ‘বিমানটিতে বোমা রাখা আছে’ বলে পোস্ট করা হয়েছিল। তড়িঘড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ এটিসির সঙ্গে যোগাযোগ করেন। বিকেল ৪ টে ৩৮ মিনিট নাগাদ বিমানটিকে সুরক্ষিত ভাবে অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে।

বিমান অবতরণের আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রস্তুত ছিল দমকল। বিমান অবতরণ করতেই দ্রুত সমস্ত যাত্রীকে বাইরে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিমানে প্রাথমিক ভাবে কিছু পাওয়া যায়নি। সমস্ত যাত্রী সুরক্ষিত বলেই জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কোন অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি করা হয়েছিল, কারা এই ভুয়ো বার্তা রটাচ্ছে, সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার সকালেও এয়ার ইন্ডিয়ার সিকিউরিটি চেকিং পোর্টালের নম্বরে আচমকা একটি ফোন আসে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হুমকি দেয়, কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে বিমান ছিনতাই করা হবে। হুমকির সঙ্গে সঙ্গেই ফোন কেটে যায়। ফোন পেয়েই সঙ্গে সঙ্গে তৎপর হন বিমানবন্দর কর্তৃপক্ষ।

৬ দিনে ৭০টি বিমানে বোমাতঙ্ক, কালপ্রিট খুঁজতে এক্স-এর দ্বারস্থ পুলিশ
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গত ১৪ অক্টোবর ২০২৪ থেকে একশোরও বেশি হুমকি ফোন পেয়েছে বিমান সংস্থাগুলি। অসামরিক পরিবহণ মন্ত্রক বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও করেছে। ভুয়ো হুমকি বার্তা এলে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন অসামরিক পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু। এই ধরণের ভুয়ো খবর ছড়ানোর পেছনে নির্দিষ্ট কোনও গ্ৰুপ রয়েছে কিনা, তাও ঘেঁটে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *