Malda News: বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে জখম শিশু, আতঙ্ক মালদায় – malda child injured for blast a bomb created panic at locality


মালদা শহরে বোমা বিস্ফোরণ। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হলো ছয় বছরের এক শিশু। আহত শিশুর নাম বান্টি কুমার মাহাতো। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে মালদা শহরের ২৩ নম্বর ওয়ার্ডের ইংরেজবাজার থানার ডগপুকুর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রের চত্বরে খেলা করছিল শিশুটি। হঠাৎ সেখানকার বারান্দায় বল ভেবে একটি গোলাকার বস্তুকে হাতে তুলে নেয় সে। বোমা ফাটার আওয়াজ শুনে ছুটে আসেন আশেপাশের মানুষ।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। শিশুটির চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। তবে হঠাৎ ওই চিকিৎসাকেন্দ্রের মধ্যে বোমা এল কী করে? প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। শিশুটির বাবা বিকাশ মাহাতো বলেন, ‘ও খেলছিল। হঠাৎ বোমাটি ফেটে যায়। ওর দুই পা, হাত এবং মুখে আঘাত লাগে। এরপর হাসপাতালে নিয়ে এসেছি। তবে, ওখানে বোমা কী ভাবে এল, সেটা বলতে পারব না।’

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা হঠাৎ একটা জোরে আওয়াজ শুনতে পাই। ছুটে এসে দেখি বাচ্চাটি আহত হয়ে পড়ে রয়েছে। পা-হাতে বেশি আঘাত লেগেছে। তবে লোকালয়ের মধ্যে এভাবে বোমা কী ভাবে এল বোঝা যাচ্ছে না। আমরা সকলেই আতঙ্কের মধ্যে রয়েছি।’

Malda Hospital: মালদার গ্রামীণ হাসপাতালে চিকিৎসককে গালিগালাজ, হেনস্থার শিকার স্বাস্থ্যকর্মীরাও
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় দুষ্কৃতীদের ঠেক রয়েছে। দীর্ঘদিন ধরেই অবৈধ কার্যকলাপ চলছে। স্থানীয় ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত দাস বলেন, ‘একটি বাচ্চা বোমা ফেটে আহত হয়েছে। তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পুলিশকে জানিয়েছি, এই ঘটনার তদন্ত করতে। বোমা কোথা থেকে এল, কে বা কারা জড়িত, সেটা তদন্ত করে দেখার জন্য পুলিশকে বলেছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *