ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আর এরই মাঝে মুখ্যমন্ত্রীর বিশেষ ঘোষণা সামনে এলো। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, এবং ঝাড়গ্রামে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এই পরিস্থিতিতে ২৩ থেকে ২৬ অক্টোবর সাত জেলার সমস্ত স্কুল ছুটির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বন্ধ থাকবে আইসিডিএস সেন্টারও বলে জানা গিয়েছে। বিস্তারিত জেনে নিন এই ভিডিয়োতে।