সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা, পথচারীরা। দুর্ঘটনাস্থল থেকে দু’জনকেই গুরুতর জখম অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত শিশুটিকে স্থানীয় এক বাসিন্দা বাইকে করে হাসপাতালে নিয়ে যান। অমিত সাউকেও পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় চিৎপুর থানার পুলিশ। ঘটনাস্থলে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কী করে এই দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ট্যাক্সি চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি পদক্ষেপ করতে দেখা যায়। এর পরেও কলকাতায় একাধিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বার বার প্রশ্ন উঠেছে পথচারীদের নিরাপত্তা নিয়ে। কয়েকমাসে আগেই কাঁকুরগাছিতে গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছিল। শহরে বেপরোয়া গাড়ি চলাচল নিয়ে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।