Trinamool Congress,জেল থেকে বেরিয়েই দলকে তোপ বহিষ্কৃত তৃণমূল নেতার, আক্রমণ সিআইডিকেও – tmc leader criticises trinamool congress party after release from jail


এই সময়, বারাসত: অপহরণ ও ন’কোটি টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার মিলন সর্দার একমাস পরে জামিন পেয়ে বারাসতের বাড়িতে ফিরলেন। ফিরেই বহিষ্কৃত এই তৃণমূল নেতা দলের বিরুদ্ধে তোপ দাগলেন। বাদ দিলেন না সিআইডিকেও। তাঁকে মিথ্যে অভিযোগে গ্রেপ্তারের দাবি তুলে সিআইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন। সেই সঙ্গে দল তাঁকে বহিষ্কার করে ঠিক করেনি বলেও মন্তব্য মিলনের। বিষয়টি বিচারাধীন বলে মিলনের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল নেতৃত্ব।ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দে চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে খড়দহে তাঁর এক পরিচিতের বাড়িতে আসেন। সেখানেই আবাসনের পার্কিং জ়োন থেকে তাঁকে অপরহণ করে পালায় দুষ্কৃতীরা। খড়দহ থানায় অপহরণের অভিযোগ দায়ের করে দেবব্রতর পরিবার। ভিন রাজ্যের ব্যবসায়ী অপহরণের তদন্তভার যায় সিআইডির হাতে। কিন্তু দেবব্রতর খোঁজ মেলেনি। শেষে মুক্তিপণ দিয়ে তিনি ছাড়া পান। জানা যায়, অপহরণের পরে প্রথমে দেবব্রতকে বারাসতের একটি বাগানবাড়িতে আটকে রাখা হয়েছিল। পরে নিয়ে যাওয়া হয় বারাসতের অন্য একটি আবাসনে। সেখানে আটকে রেখে দু’দফায় ন’কোটি টাকা মুক্তিপণ আদায় করা হয়েছিল বলে অভিযোগ।

এরপর এই অপহরণ ও মুক্তিপণ আদায়ের তদন্তে একে একে সাত জনকে গ্রেপ্তার করে সিআইডি। ধৃতদের জেরা করে অপহরণ কাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে বারাসত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার মিলন সর্দারের নাম পান তদন্তকারীরা। ১৯ সেপ্টেম্বর মিলন সর্দারকে গ্রেপ্তার করে সিআইডি। তৃণমূলও তৎক্ষণাৎ দল থেকে বহিষ্কার করে মিলনকে। এরপর প্রথমে সিআইডি, পরে জেল হেফাজতে কাটিয়ে একমাস পর রবিবার রাতে জামিন পেয়ে ঘরে ফিরেছেন মিলন।

তারপর সাংবাদিকদের ডেকে নিজের ক্ষোভ উগরে দেন। মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে বলে এ দিন তোপ দেগে সিআইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন মিলন সর্দার। হেফাজতে থাকাকালীন তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ মিলনের। এমনকী অপহরণের কথা মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও সিআইডিকে নিশানা করেছেন তিনি। পাশাপাশি দলের একাংশের ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলেও অভিযোগ মিলনের।

সত্যতা যাচাই না করেই তাঁকে বহিষ্কার করা উচিত হয়নি বলেও আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। বারাসত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক বলেন, ‘বিষয়টি বিচারাধীন। তাই এ বিষয়ে কোনও মন্তব্য করব না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *