Visva Bharati: বিশ্বভারতীর উপাচার্যকে ডেকে পাঠিয়ে খোঁজখবর নিলেন রাষ্ট্রপতি – president droupadi murmu summons visva bharati vc to inquire about institution condition


এই সময়, শান্তিনিকেতন: ভারপ্রাপ্ত উপাচার্যকে ডেকে পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ নিলেন বিশ্বভারতীর পরিদর্শক তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা জানান। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বভারতী প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ শূন্য পদে নিয়োগ থেকে শুরু করে ঐতিহ্যবাহী ভবন ও ভাস্কর্যগুলি সংস্কার ও সংরক্ষণ নিয়ে আলোচনা হয়েছে।একজন রয়েছেন ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে। অন্য জন হেরিটেজ তকমা পাওয়া লিভিং ইউনিভার্সিটির অন্যতম গুরুত্বপূর্ণ পদের ভারপ্রাপ্ত কর্তা। দু’জনেই আদিবাসী সমাজের প্রতিনিধি। তাঁদের মধ্যে আলোচনা হলো ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের হালহকিকৎ নিয়ে।

এ দিন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্ববিদ্যালয়ের বর্তমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি। নিজের শান্তিনিকেতন সফর নিয়ে অভিজ্ঞতাও রাষ্ট্রপতি ব্যক্ত করেন ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে৷

ইতিমধ্যে বিশ্বভারতীতে সহ-উপাচার্য, ছাত্র পরিচালক, কর্মসচিব, ফিনান্স অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদ ফাঁকা রয়েছে৷ সেই পদগুলিতে দ্রুত নিয়োগের বিষয়েও এ দিন আলোচনা হয়েছে।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর আচার্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পরিদর্শক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্বের একমাত্র লিভিং ইউনিভার্সিটি, বিশ্বভারতী- শান্তিনিকেতন, যা ইউনেস্কোর কাছ থেকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা পেয়েছে।এমন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে দীর্ঘ দিন কোনও স্থায়ী উপাচার্য নেই। ২০২৩ সালের ৮ নভেম্বর স্থায়ী উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর৷

তারপর ১১ মাস ধরে সঞ্জয়কুমার মল্লিক ও অরবিন্দ মণ্ডল উপাচার্যের ভার সামলেছেন। বর্তমানে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন৷ বিশ্বভারতীর ইতিহাসে প্রথম আদিবাসী সমাজের একজন উপাচার্যের পদে আসীন হয়েছেন৷ আর ভারতের ইতিহাসে এই প্রথম আদিবাসী সমাজের একজন রাষ্ট্রপতি পদে। দু’জনেই বিশ্বভারতীর সর্বাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাঁদের সাক্ষাৎ তাই আলাদা গুরুত্বের দাবি রাখে।

বিশ্বভারতীর তরফে এ দিন রাষ্ট্রপতির হাতে ‘রবীন্দ্র চিত্রাবলী’ ও শান্তিনিকেতনী হস্তশিল্প উপহার হিসেবে তুলে দেওয়া হয়৷ বিশ্বভারতী সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে বিশ্বভারতীর পড়ুয়াদের দিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার আবেদন করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন। রাষ্ট্রপতি তাতে আগ্রহও প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *