Cyclone Dana,বুধের বিকালেই গভীর নিম্নচাপ নিতে পারে ঘূর্ণিঝড়ের রূপ, সতর্ক করল হাওয়া অফিস – cyclone dana update alert for odisha and west bengal coasts deep depression over east central bay of bengal


বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি বাড়ানো শুরু করছে ধীরে ধীরে। এই গভীর নিম্নচাপই আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে আশঙ্কা আবহবিদদের। ইতিমধ্যেই বাংলা ও ওডিশায় সাইক্লোনের সতর্কতা জারি হয়েছে। হাওয়া অফিসের তথ্য বলছে, এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে ৭২০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপের অবস্থান। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭০০ কিমি দূরে রয়েছে। দূরত্ব কমছে ওডিশার থেকেও। সেখান থেকে ৬৭০ কিমি দূরে এই মুহূর্তে রয়েছে। স্বভাবতই ঘূর্ণিঝড় তৈরির সময় ক্রমশ কমছে।মৌসম ভবনের তথ্য বলছে, আজ বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। অনুমান করা হচ্ছে, ১২ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় ‘দানা’র সৃষ্টি হতে পারে। অর্থাৎ, বিকালের মধ্যেই আবহাওয়ার বদল শুরু হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসবে সে। এরপরই ধীরে ধীরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে দানা।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওডিশার পুরী ও বাংলার সাগরদ্বীপের মাঝামাঝি আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড়ের। পারাদ্বীপ ও বালেশ্বরের থামরাবন্দরের কাছে ল্যান্ডফলের সম্ভাবনা। স্থলভাগে যখন এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তখন ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ১২০ কিমি গতিবেগে। বোঝাই যাচ্ছে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে এই প্রবল এই ঘূর্ণিঝড়।

বুধবার বিকালের পর থেকে ওডিশা ও বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার বিকালের পর থেকে ওডিশা উপকূল ও বাংলার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও লাগোয়া পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। দুর্যোগের চোখরাঙানি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার দিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *