Dana Alert,’দানা’-য় থরহরি কম্প, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শিয়ালদহ ডিভিশনে সব লোকাল ট্রেন বন্ধ – dana alert all local trains cancelled from sealdah for 14 hours


সাইক্লোন ‘দানা’-র কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত পূর্ব রেলের। শিয়ালদহ ডিভিশনে ১৪ ঘণ্টা লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাত ৮টার পর কোনও লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে যাবে না। ওই দিনই হাসনাবাদ বা নামখানা থেকেও সন্ধ্যা ৭টার পর কোনও ট্রেন শিয়ালদহে আসবে না।বঙ্গোপসাগরে ইতিমধ্যেই সাইক্লোন ‘দানা’ তৈরি হয়েছে। আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার ‘সিভিয়ার সাইক্লোন’-এর রূপ নেবে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ল্যান্ডফল শুরু হওয়ার কথা। পরদিন ভোর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ল্যান্ডফলের সময় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে।

তেমনটা হলে বিধ্বংসী রূপ নেবে এই ঝড়। তাণ্ডব চালাবে জেলায় জেলায়। এর আগে ঘূর্ণিঝড়ের সময় হাওড়া, শিয়ালদহ স্টেশনে রেলগাড়ির চাকা লোহার চেন দিয়ে বেঁধে রাখতে দেখা গিয়েছে।

গত মে মাসে রিমালের সময় শিয়ালদহ দক্ষিণ শাখা এবং বারাসত-হাসনাবাদ রুটে রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ ছিল। একাধিক ট্রেন বাতিল তো ছিলই। কিন্তু এ বার একেবারে সন্ধ্যা থেকেই লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

সন্ধ্যা ৮টা মানে শিয়ালদহে তখন সবে সন্ধ্যা। নিত্যযাত্রীদের ভিড়ে ঠাসা প্রতিটা প্ল্যাটফর্ম। হাজার হাজার যাত্রী লোকাল ট্রেনে যাতায়াত করেন। যাঁরা শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে বাড়ি ফেরেন, বৃহস্পতিবার তাঁদের ঝক্কি পোহাতে হবে। একইসঙ্গে শুক্রবারও সকাল ১০টা অবধি কোনও লোকাল ট্রেন শিয়ালদহের উদ্দেশে রওনা হবে না। ফলে পরদিন সকালেও যাত্রীদের ঝামেলা পোহাতে হবে।

কৌশিক মিত্র বলেন, ‘সাইক্লোন দানার যখন ল্যান্ডফল হবে, কোনও ট্রেন রেল ট্র্যাকে যাতে না থাকে সেটাই আমাদের লক্ষ্য। মানুষের নিরাপত্তাই আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই কথা বিবেচনা করেই লোকাল ট্রেন চালানো নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটাই উদ্দেশ্য, সকলে যেন গন্তব্য স্টেশনে পৌঁছে যায়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *