Dana Cyclone,পাকা ধানে মই দিতে পারে ‘দানা’, সময়ের আগেই কাটতে হচ্ছে ফসল – dana cyclone farmers of bankura cut off paddies due to heavy rain alert


ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে জেলায় জেলায় সতর্কতা জারি হয়েছে। উপকূলের জেলাগুলি তো আছেই। সতর্কতা রয়েছে বাঁকুড়া জেলাতেও। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখানে। আর এই পূর্বাভাসেই রাতের ঘুম উড়েছে ধান চাষিদের। বাধ্য হয়ে সময়ের আগে ধান কেটে নিচ্ছেন তাঁরা।বাঁকুড়ার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষকরা গত দু’ তিন দিন ধরে ধান কাটায় ব্যস্ত। তাঁদের আক্ষেপ, আরও কিছুদিন সময় পেলে ধানের ফলন আরও ভালো হতো। কিন্তু দানার ভ্রূকুটিতে ত্রস্ত চাষিরা আগেভাগেই ধান কেটে নিচ্ছেন। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে যে পাকা ধানে মই দেবে ‘দানা’। পুজোর আগে প্রবল বৃষ্টিতে জমি ভেসেছে কৃষকদের। চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁদের। এবার আবার ‘দানা’-র আতঙ্ক।

বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’। ওডিশা ও সাগরদ্বীপের মাঝে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের। তখন ‘দানা’ সিভিয়ার সাইক্লোনের রূপ নেবে। ঝড়ের প্রাবল্যের সঙ্গে থাকবে তুমুল বৃষ্টির সম্ভাবনাও। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এ রাজ্যের একাধিক জেলায়। তালিকায় আছে বাঁকুড়ার নামও। তাই ঝড়ের আগে অসময়েই ফসল তুলতে হচ্ছে কৃষকদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *