Dana Cyclone,বঙ্গে ‘দানা’র প্রকোপের আগে জরুরি নম্বরগুলি ‘সেভ’ করে রাখুন – dana cyclone update helpline number of wbsedcl cesc including kmc and other districts


বঙ্গোপসাগরে দানা বেঁধেছে ঘূর্ণিঝড় ‘দানা’। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে পুরী-সাগরদ্বীপের মাঝে ‘দানা’ ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির প্রভাব পড়বে বাংলাতেও। তার আগে থেকেই বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৩ দিন ধরে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সিইএসসির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু। ঝড়ের ফলে কোথাও কোন বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তা দ্রুত স্বাভাবিক করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুতের সমস্যার জন্য কোথায় যোগাযোগ?

ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথাও কোন বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে WBSEDCL ও CESC-এর 24X7 কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।

WBSEDCL-এর হেল্পলাইন নম্বর – 8900793503, 8900793504, এছাড়া টোল ফ্রি নম্বর 19221 নম্বরেও যোগাযোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ নম্বর – 8433719121।

Cyclone Dana Updates: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কী প্রভাব পড়বে বঙ্গে?

CESC হেল্পলাইন নম্বর – 033 35011912, 033 44031912, 18605001912, 1912। এছাড়া হোয়াটসঅ্যাপ নম্বর 7439001912, স্পেশাল হেল্পলাইন নম্বর 9831079666, 9831083700।

পূর্ত দপ্তরের হেল্পলাইন নম্বর

‘দানা’ সাইক্লোনের জন্য রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে হেল্পলাইন নম্বর চালু করেছে পূর্ত দপ্তর। পূর্ত দপ্তরের হেল্পলাইন নম্বর -033-2214-1858/ 033-2214-1855।

কলকাতায় কোথায় যোগাযোগ?

দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে তৈরি রয়েছে কন্ট্রোল রুমও। বুধবার রাত সাড়ে ১২টা থেকেই চালু হয়ে যাবে চারটি হেল্পলাইন নম্বর। 9432610455, 9432610456, 9432610430, 629963440 — এই চারটি নম্বরের মাধ্যমে সরাসরি লালবাজারের ‘ইউনিফায়েড কম্যান্ড সেন্টার’-এ যোগাযোগ করা যাবে। এছাড়া কলকাতা পুরসভার কন্ট্রোল রুম নম্বর 2286-121/1313/1414।

হাওড়ায় কোথায় যোগাযোগ?

দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত হাওড়া পুরসভাও। আজ থেকেই হাওড়া পুরসভা কন্ট্রোল রুম চালু করে দিয়েছে। ৬২৯২২৩২৮৭০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

পূর্ব মেদিনীপুর জেলায় কোথায় যোগাযোগ?

পূর্ব মেদিনীপুর জেলাতেও ‘দানা’ সাইক্লোনের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু হয়েছে। হেল্পলাইন নম্বর – 03228-262728।

‘দানা’ আতঙ্কে বাতিল একগুচ্ছ ট্রেন, প্রস্তুতি শুরু কলকাতা পুরসভারও
পশ্চিম মেদিনীপুর জেলায় কোথায় যোগাযোগ?

‘দানা’ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। হেল্পলাইন নম্বর – 6296060699।

হুগলি জেলায় কোথায় যোগাযোগ?

হুগলি জেলায় কন্ট্রোল রুম নম্বর – 7003190507 এবং 033-2681-2652।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *