Darjeeling: পাহাড় থেকে নামার সময়ে পড়ে গিয়ে মৃত হাওড়ার পর্যটক – howrah tourist expired at darjeeling near lamahatta


এই সময়, শিলিগুড়ি: দার্জিলিংয়ে বেড়াতে এসে মৃত্যু হলো এক পর্যটকের। মঙ্গলবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে দার্জিলিংয়ের অদূরে তাকদা লাগোয়া লামাহাটায়। মৃতের নাম অশোক সাধুখাঁ (৬৫)। হাওড়ায় বাড়ি।গত ২০ অক্টোবর তিনি দুই মেয়ে, জামাই, ছোট ভাই এবং ভাইজিকে সঙ্গে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে এসেছিলেন। বুধবার তাঁদের ফের ট্রেন ধরে কলকাতায় ফেরার পরিকল্পনা ছিল। তার আগে মঙ্গলবার তাঁরা সপরিবারে লামাহাটায় বেড়াতে যান। সেখানে একটি পাহাড়ের উপরে তৈরি ফুলের বাগান দেখতে যান। বাগান দেখে ফেরার সময়ে পাহাড়ি রাস্তায় টাল সামলাতে না-পেরে অশোকবাবু পড়ে যান। পরিবারের অন্যরা তাঁকে উদ্ধার করে গাড়িতে দার্জিলিং সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্ত শেষ হলে এ দিন মৃতদেহটি দার্জিলিং থেকে শিলিগুড়িতে আনার ব্যবস্থা করে জিটিএ। দার্জিলিং জেলা প্রশাসনের সহযোগিতায় শিলিগুড়ি থেকে দেহটি নিয়ে হাওড়ায় রওনা দেয় পরিবার। মৃতের জামাই সুব্রত সাধুখাঁ বলেন, ‘উনি সবার আগে পাহাড়ে ফুলের বাগান দেখতে ওঠেন। আমরা যখন উপরে উঠছি তখন আমার শ্বশুরমশাই বাগান দেখে নীচে নামছেন। সাবধানে নামার কথাও বলি। কী করে পড়ে গেলেন সেটা বুঝলাম না।হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা জানান, শ্বশুরমশাই আর বেঁচে নেই।’

Siliguri Municipal Corporation: পুলিশের হাতেই আক্রান্ত ডাক্তার হেনস্তার অভিযোগে পাল্টা মামলা
জিটিএর ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহ্বান বলেন, ‘বেড়াতে এসে এমন মৃত্যু দুর্ভাগ্যজনক। তবে জিটিএ পক্ষ থেকে পরিবারটির ফেরার ব্যাপারে সমস্ত রকম ভাবে সাহায্য করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *