ডাঙার কাছাকাছি পৌঁছে গেছে ডানা, আপনি নিজেই চেক করুন কোথায়, কীভাবে ল্যান্ডফল?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টা পরেই ল্যান্ডফল হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানার। ওড়িশার ভিতরকণিকায় আছড়ে পড়বে এই ঝড়। জানা যাচ্ছে এর জেরেই পশ্চিমবঙ্গ ও ওড়িশার বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। ১০০ থেকে ১২০ কিমি বেগে এগিয়ে আসছে ঝড়। ঝড়ে আপনি কতটা নিরাপদ? আপনার এলাকায় ঝড়ের দাপট কতটা পড়বে? তা আপনি নিজেই জেনে নিতে পারেন একটি ওয়েবসাইট থেকে। 

আরও পড়ুন- Hilsa Price Drop: ডানার দাপটে পদ্মা থেকে ঝাঁক ঝাঁক ইলিশ ঢুকল গঙ্গায়, একধাক্কায় দাম নামল ৫০ টাকায়…

দ্য ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) এই সাইটে সাইক্লোনের যাবতীয় আপডেট পাওয়া যাবে এক ক্লিকে। নানা এলাকায় সতর্কতা জারি করেছে এই সাইট। জানা যাচ্ছে যে ল্যান্ড থেকে ১২ কিমি দূরে আছে এই সাইক্লোন। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ও ধামরা পোর্টের উপকূলে আছড়ে পড়বে এই সাইক্লোন।  ঝড়ের গতি থাকবে ১০০ থেকে ১১০ কিমি। 

আরও পড়ুন- Sudipta Chakraborty: মহিলাদের নিয়ে সান বাংলার নতুন গেম-শো “লাখ টাকার লক্ষ্মীলাভ”, সঞ্চালনায় সুদীপ্তা চক্রবর্তী

তীব্র ঘূর্ণিঝড়  বা সিভিয়ার সাইক্লোনিক “ডানা”। রাত ৮টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর অবস্থান, ১৯.৮ উত্তর অক্ষাংশ ৮৭.৫ পূর্ব দাঘ্রিমাংশে।উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অভিমুখ। নিজস্ব গতি ঘন্টায় ১৩ কিলোমিটার (আগে ছিল ১০ কিলোমিটার)। এই মুহূর্তে অবস্থান পারাদ্বীপ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। ধামারা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক। সাগরদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক। মধ্যরাত থেকে সকালের মধ্যে ল্যান্ডফল। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ১২০ কিঃমিঃ প্রতি ঘন্টায়।ল্যান্ডফলের স্থান ভিতর কণিকা ও ধামারাতে। এর প্রভাব পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ঘূর্ণিঝড় ডানা এই মুহূর্তে পারাদ্বীপ ও গোপালপুর রাডারের আওতায় এসেছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *