জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউ জিল্যান্ড ১-০ এগিয়ে রয়েছে। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ৮ উইকেট জিতেছিল কিউয়িরা। বৃহস্পতিবার অর্থাত্ আজ থেকে পুণেতে শুরু হয়েছে ভারত-নিউ জিল্যান্ড দ্বিতীয় টেস্ট। মহরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হয়ে গেল প্রথম দিনের খেলা। শিরোনামে শুধুই ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।
বেঙ্গালুরু টেস্টে হারের পরেই স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে, বাকি দুই টেস্টের জন্য় ডেকে নিয়েছিল টিম ইন্ডিয়া। সুন্দর নিঃসন্দেহে প্রতিভাবান অলরাউন্ডার। একাই বদলে দিতে পারেন খেলার রং। এদিন ভারতের প্রথম একাদশে কুলদীপ যাদবের বদলে ওয়াশিংটনকে দেখে অনেকেই ভুরু কুঁচকেছিলেন। তবে টিম ম্য়ানেজমেন্ট যে কতটা ঠিক ছিল, তা বোঝা গেল দিনের শেষে। নির্বাচকদের আস্থার দাম দিয়ে কিউয়িদের শিরদাঁড়া একাই ভেঙে দিলেন। ৫৯ রান দিয়ে ৭ উইকেট তুলে নিলেন।
আরও পড়ুন: ১৩২৫ দিন পর ফিরে ৭! চর্চিত চালেই মাত, সুন্দর-ঘূর্ণিঝড়ে নিখোঁজ নিউ জিল্যান্ড…
এদিন ওয়াশিংটন সাতের ছোবলে গুচ্ছের রেকর্ড নিলেন দখলে! দেখে নেওয়া যাক তিনি কী কী করলেন এদিন:
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্য়ে সেরা পরিসংখ্য়ান:
৮/৭২, এস ভেঙ্কটরাঘবন, দিল্লি ১৯৬৫
৮/৭৬, ইএএস প্রসন্ন, অকল্যান্ড ১৯৭৫
৭/৫৯, আর অশ্বিন, ইন্দোর ২০১৭
৭/৫৯, ওয়াশিংটন সুন্দর, পুণে ২০২৪
ডব্লিউটিসি ইতিহাসে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেরা পরিসংখ্য়ান:
ওয়াশিংটন সুন্দর – ৭/৫৯, পুণে, ২০২৪
প্রবাথ জয়সুরিয়া – ৬/৪২ গল, ২০২৪
এবাদত হোসেন – মাউন্ট মাউনগানুইতে ৬/৪৬, ২০২২
ন্যাথান লিয়ঁ – ওয়েলিংসন, ৬/৬৫, ২০২৪
তাইজুল ইসলাম – সিলেটে ৬/৭৬, ২০২৩
এক ইনিংসে সবচেয়ে বেশি বোল্ড করা ভারতীয় ব্যাটার যাঁরা:
যসুভাই প্যাটেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কানপুরে ১৯৫৯ সালে
বাপু নাদকার্নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রেবোর্ন ১৯৬০ সালে
অনিল কুম্বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জো’বার্গ ১৯৯২ সালে
রবীন্দ্র জাদেজা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে ২০২৩ সালে
ওয়াশিংটন সুন্দর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পুণেতে ২০২৪ সালে
২৫৯ রানের জবাবে ভারত ব্য়াট করতে নেমেছে। দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১৬ রান। যশস্বী জয়সওয়াল (৬) ও শুভমন গিল (১০) আছেন ক্রিজে! ওপেন করতে নেমে রোহিত শর্মা সাউদির বলে বোল্ড হয়ে যান কোনও রান না-করেই। এবার ভারতীয় ব্য়াটারদের কাঁধে দায়িত্ব রানের পাহাড় তৈরি করার।
আরও পড়ুন: অবিশ্বাস্য বিশ্বরেকর্ড! ২০ ওভারে নাকি উঠল ৩৪৪ রান, কেউ ভেবেছিল কখনও?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)