Fake Currency: জাল নোট চক্রের পর্দাফাঁস, কেরালা থেকে ধৃত হুগলির ২ যুবক – hooghly police arrested two for fake currency racket at pandua


ঘরে বসে ডেস্ক প্রিন্টার দিয়ে ছাপানো হতো জাল নোট। হুগলি জেলার পাণ্ডুয়ায় কয়েকমাস আগেই পুলিশের হাতে ধরা পড়ে জাল নোট চক্রের তিন যুবক। তাদের জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের আরও দু’জন সদস্যকে কেরালা থেকে ধরল পুলিশ। ধৃতদের নাম শেখ গুলশান ও শেখ সোয়েল। এই চক্রের মোট ছ’জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ।পাণ্ডুয়ার বোসপাড়া এলাকায় নকল টাকা ছাপানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই দু’জন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে কেরালার তিরুবন্তপুরম থেকে তাদের পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে খবর, গত ১ অক্টোবর বৈঁচিগ্রাম চৌবেরা বাজারে নকল ৫০ টাকার নোট দিয়ে কেনাকাটা করতে যায় দুই যুবক। দোকানদারের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। জাল নোট ছাপানোর অভিযোগে তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো শেখ নাজিমুদ্দিন, শেখ রোহন ও শেখ আরমান।

তিনজনকে জেরা করে পুলিশ জানতে পারে বোসপাড়ার বাসিন্দা শেখ গুলশান এবং দাইপুকুরের বাসিন্দা শেখ সোয়েল নামে দুই যুবকও এই নকল নোট ছাপানোর চক্রের সঙ্গে যু্ক্ত ছিল। ধৃতদের বাড়ি থেকে ল্যাপটপ, জাল নোট, মোবাইল, প্রিন্টার বাজেয়াপ্ত করেছিল পুলিশ।

ফটোশপ, ডেস্ক প্রিন্টারেই জাল নোটের কেরামতি, হুগলিতে গ্রেপ্তার ৩ গুণধর
পুলিশ জানিয়েছে, ওই দুই যুবক প্রথমে বাইক নিয়ে খড়গপুর যায়। সেখান থেকে দিল্লী হয়ে গোয়ায় যায়। গোয়ায় হুগলি গ্রামীণ পুলিশের স্পেশাল টিম পৌঁছে গিয়েছিল। কিন্তু অল্পের জন্য হাত ফসকে যায় দু’জনেই। গোয়া থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ঘিরে তিরুবনন্তপুরমে গিয়ে থাকে। অবশেষে কেরলের কোচি পুলিশের সাহায্য নিয়ে দু’জনকে গ্রেফতার করে। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করা হবে। এই চক্রে আরও কেউ আছে কিনা তার খোঁজ চালানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *