Kolkata Metro,শিয়ালদহ-হাওড়া থেকে একাধিক লোকাল বাতিল, সব লাইনেই কি চলবে মেট্রো? – cyclone dana update metro service will be normal today


ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। পরিস্থিতি মোকাবিলার জন্য একগুচ্ছ পদক্ষেপ রেল, বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। যাত্রীদের একাংশের মনে প্রশ্ন, মেট্রোর সময়সূচিতে কি কোনও বদল করা হয়েছে? সূত্রের খবর, দানা-র জন্য বৃহস্পতিবার মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে মেট্রো চলাচল।তবে সতর্ক মেট্রো কর্তৃপক্ষও। সমস্ত স্টেশনগুলিতে পর্যাপ্ত সংখ্যায় কর্মী মোতায়েন করা হয়েছে। কোথাও ঝড়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বিকল্প হিসেবে জেনারেটর-এর ব্যবস্থা রাখা হচ্ছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দপ্তরের বিকেল সাড়ে ৩টের দেওয়া বুলেটিন মোতাবেক পারাদ্বীপ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা। সাগরদ্বীপ থেকে এর দূরত্ব ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এবং ধামরা থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। বৃহস্পতিবার মাঝরাত বা শুক্রবার সকালে ভিতরকনিকা এবং ধামরাতে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন।

এর ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ এবং ২৫ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই সময় ফেরি পরিষেবাও বন্ধ থাকছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *