Mamata Banerjee: ‘বাংলাটা ওদের জল হজম করার জায়গা হয়েছে’, ডিভিসিকে নিশানা মমতার – mamata banerjee takes a dig at dvc on water release issue


ঘূর্ণিঝড়ের মোকাবিলা নিয়ে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আরও একবার ডিভিসিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘ডিভিসি আবার গতকাল ২৪ হাজার কিউসেক জল ছেড়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আবার ডিভিসি জল ছাড়বে। বাংলাটা ওদের জল হজম করার জায়গা হয়ে গিয়েছে।’পুজোর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি নিয়ে ‘ম্যান মেড’ তত্ত্ব শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে। আর এর জন্য দামোদর ভ্যালি কর্পোরেশনকেই দায়ী করেছিলেন তিনি। রাজ্যকে না জানিয়ে ডিভিসি ইচ্ছামত জল ছাড়ে, এমন অভিযোগও ছিল মমতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়ার পাশাপাশি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দেন তিনি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি থেকে রাজ্যের দুই পদস্থ কর্তা ইস্তফাও দেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ডিভিসি ঠিকমতো ড্রেজ়িং করে না। তা ঠিকঠাক করলে অনেক বেশি জল ধারণ করতে পারত। উদাহরণ হিসাবে কলকাতার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কলকাতায় অনেক জায়গায় জল জমলেও নেমে যায়। কারণ আমরা অনেক জায়গা থেকে পলি সরিয়ে দিয়েছি। পাম্পিং সিস্টেম উন্নত হয়েছে। ড্রেনেজ় সিস্টেম উন্নত হয়েছে। তাছাড়া পলি সরানোর কাজটাও আমরা করছি।’

বৃহস্পতিবার রাতেই ল্যান্ডফল দানার। ওডিশার ভিতরকণিকা ও ধামরার মাঝে ল্যান্ডফল হওয়ার কথা। বাংলার পূর্ব মেদিনীপুরে এই ঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে বলে পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়ায়ও ঝড়ের প্রভাব পড়বে। গাছ উপড়ে পড়ার সম্ভাবনা প্রবল। যোগাযোগ ও পরিবহণেও প্রভাব পড়তে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। আজ রাতভর নবান্নে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সার্বিক পরিস্থিতি নজরে রাখবেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *