দানা সামলে শিয়ালদহ দক্ষিণ শাখায় চালু লোকাল ট্রেন – cyclone dana rail services resume sealdah south section


অবশেষে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু হল। ঘোষণা মতোই শুক্রবার সকাল ১০টার পর থেকে শুরু হয় ট্রেন চলাচল। ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় রেলের শিয়ালদহ দক্ষিণ শাখায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল।শুক্রবার সকাল ১০টার পর একে একে সোনারপুর লোকাল, ডায়মন্ড হারবার, বারুইপুর, লক্ষ্মীকান্তপুরগামী লোকাল ট্রেনগুলি ছাড়তে শুরু করে। প্রায় ১৪ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। ফলে এদিন পরিষেবা শুরু হওয়ার পর গতি কিছুটা ধীর হলেও পরবর্তীতে আসতে আসতে তা স্বাভাবিক হতে শুরু করে। পাশাপাশি শিয়ালদহ-হাসনাবাদ শাখাতেও পূর্ব ঘোষণামতো ট্রেন চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার প্রবল ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল। বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়ে দেয়, ১৯০টি ট্রেন বাতিল থাকছে দানার জন্য। একইসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একটি ভিডিয়োবার্তা দেন। সেখানে জানান, বৃহস্পতিবার রাত ৮টার পর শিয়ালদহ থেকে কোনও লোকাল ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যাবে না।

যদিও এই বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয় ধন্দ। পরে রেলের তরফে জানানো হয়, শুধু দক্ষিণ ও হাসনাবাদ শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। সেইমতো বৃহস্পতিবার রাত ৮টা থেকে হাসনাবাদ ও দক্ষিণ শাখায় সমস্ত লোকাল ট্রেন বন্ধ ছিল। শুক্রবার সকালে দক্ষিণ শাখায় প্রথম লোকাল ট্রেন হিসাবে চলে সোনারপুর লোকাল। এরপর একে একে বাকিগুলিও ছাড়তে শুরু করে।

একই ছবি হাসনাবাদ শাখাতেও। অনেকে সকাল সকাল ভারী বৃষ্টি মাথায় নিয়ে স্টেশনে পৌঁছে গেলেও পূর্ব ঘোষণা মতো ছিল না ট্রেন। ফলে দীর্ঘ অপেক্ষা করতে হয়। যদিও সকাল ১০টার পর নিয়ম মেনেই প্ল্য়াটফর্ম ছেড়েছে লোকালগুলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *