Cyclone Dana,আজও বন্ধ থাকবে পূর্ব বর্ধমান জেলার সমস্ত ফেরি চলাচল – district administration decided to suspend all ferry services in purba bardhaman


এই সময়, কালনা: ঘূর্ণিঝড় দানার কারণে আজ শুক্রবারও জেলার সমস্ত ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখার কথা জানাল জেলা প্রশাসন। বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ অনুযায়ী এই নির্দেশ দিয়েছেন জেলাশাসক আয়েষা রানি এ। বৃহস্পতিবারও দিনভর বন্ধ ছিল কালনা ও নদিয়ার নৃসিংহপুরে ফেরি চলাচল।এ দিন ফেরিঘাট পরিদর্শনে গিয়ে কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সেটা যথাযথ ভাবে মানা হচ্ছে কিনা তা দেখে গেলাম।’ কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল জানান, সমস্ত ফেরিঘাঠে সিভিল ডিভেন্স ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মহকুমায় খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। এখনও পর্যন্ত কাউকে সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’

দুর্যোগের আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ জেলার চাষিদের। ঝড়, বৃষ্টি হলে ফসলের ক্ষতি যতটা সম্ভব এড়ানোর জন্য ব্যবস্থা নিতে দেখা গিয়েছে বহু চাষিকে। জল বার করে দেওয়ার জন্য কাটা হয়েছে মাটি, শক্ত করে বাঁধা হয়েছে মাচা। সরডাঙার চাষি নৃপেন দাস বলেন, ‘এখন মাঠে কপি, ঢেঁড়শ, পটলের মতো সব্জি রয়েছে। মোবাইলের মাধ্যমে এখন প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জানা যায়। এখন দেখি, সেই পূর্বাভাস মিলেও যায়। আগে সামাল দেওয়ার মতো সুযোগ মিলত না। এখন আগে থেকে আভাস পেলেই সতর্ক হয়ে যাই। যতটা পারি ক্ষতি কমানোর ব্যবস্থা নিই।’

Cyclone Dana: যেন ভয়ের ‘কার্ফু’ কলকাতায়
মেমারির ধানচাষি সুকুমার সরকার বলেন, ‘৮০ শতাংশ ধান পেকে গেলে কেটে নেওয়ার কথা বলেছে কৃষি দপ্তর। কিন্তু ৮০ শতাংশ পাকা ধানে চাল ভালো হয় না। দামও মেলে না। এখন শাঁখের করাতের মতো অবস্থা আমাদের। ধান কাটলেও লস, আবার ঝড়-বৃষ্টিতে ঝরে গেলেও ক্ষতি।’

সব্জিচাষি দিলীপ বাগের বক্তব্য, ‘গাছে ঠেকনা দিয়েছি। মাচা শক্ত করে বেঁধেছি। তবে পেঁপেগাছ পড়ে যায় সহজে। গোড়ার মাটি উঁচু করে দিয়েছি।’ জেলার সহ কৃষি অধিকর্তা পার্থ ঘোষ জানাচ্ছেন, যে সমস্ত চাষির উপায় রয়েছে তাঁরা ধান কেটে নিয়েছেন। বাকিরা কাটতে পারেননি। তবে চাষিরা জমির জল বের করার জন্য মাটি কেটে রেখেছেন। সব্জির মাচাও শক্ত করে বেঁধেছেন। পরিস্থিতির দিকে নজর রাখছে কৃষি দপ্তর। এখনও ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *