Kalighat Skywalk,কালীঘাট স্কাইওয়াক: উদ্বোধনে অনিশ্চয়তা – uncertainty over inauguration of kalighat skywalk claimed kolkata municipal officials


এই সময়: কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনে ফের অনিশ্চয়তা। কলকাতা পুরসভা সূত্রের খবর, স্কাইওয়াকের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও উদ্বোধনের দিনক্ষণ এখনও ঠিক করে উঠতে পারেননি পুরকর্তারা। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, কালীপুজোর আগে আগামী ২৮ অক্টোবর স্কাইওয়াক খুলে দেওয়া হবে। সেই মতো পুরসভার তরফে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু স্কাইওয়াকের কাজ এখনও কিছুটা বাকি থেকে যাওয়ায় এবং হকারদের পুনর্বাসন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হওয়ায় উদ্বোধন আপাতত অনিশ্চিত।স্কাইওয়াক নির্মাণের কাজ কতদূর এগোল, তা জানতে কয়েক দিন আগে পরিদর্শনে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, কাজ এখনও কিছুটা বাকিটা। আবার প্রথম যখন স্কাইওয়াক তৈরির পরিকল্পনা হয়, সেই সময়ে ঠিক হয়েছিল কালী টেম্পল রোডের ফুটপাথে যে সব হকার বসেন, তাঁদের স্কাইওয়াকের উপরে স্থানান্তরিত করা হবে। সেই মতো নকশাও বানানো হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে এখন অনেকটাই সরে এসেছেন পুরকর্তারা।

হকারদের স্কাইওয়াকের উপরে বসতে দিলে দর্শনার্থীদের চলাচলে সমস্যা হতে পারে, এই আশঙ্কায় তাঁদের পুরোনো জায়গাতেই রেখে দেওয়ার পক্ষে পুর-ইঞ্জিনিয়ারদের একাংশ। যদিও এই সিদ্ধান্তে বেঁকে বসেছে হকার সংগঠনগুলি। তাদের দাবি, স্কাইওয়াক চালু হয়ে গেলে কালী টেম্পল রোড দিয়ে কেউ আর যাতায়াত করবেন না। হকাররা আগের মতো আর খদ্দের পাবেন না। কালী টেম্পল রোডে যাঁরা হকারি করেন তাঁদের অনেকেই আবার শাসকদলের সমর্থক।

শাসকদলের স্থানীয় নেতারা হকারদের পাশে দাঁড়িয়ে যাওয়ায় সিদ্ধান্তহীনতায় ভুগছেন পুরকর্তারা। তাঁদের আশঙ্কা, এই সমস্যা না মিটিয়ে স্কাইওয়াক উদ্বোধন করতে গেলে হকারদের বিক্ষোভের মুখে পড়তে হতে পারে। তাই স্কাইওয়াক উদ্বোধন নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ পুর-কর্তৃপক্ষ।

পুরসভার এক শীর্ষ কর্তার কথায়, ‘মেয়র আমাদের জানিয়ে দিয়েছেন, পুরোপুরি কাজ শেষ না হওয়া পর্যন্ত স্কাইওয়াক উদ্বোধনের পক্ষে নন তিনি। হকারদের কোথায় পুনর্বাসন দেওয়া হবে, তা নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। ওই বিষয়টির মীমাংসা হওয়ার পরেই স্কাইওয়াকের উদ্বোধন হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *