Kolkata Police Constable,১২৯৩ কনস্টেবলকে ব্যাটেলিয়ন থেকে ডিভিশনে ‘বদলি’ – kolkata police 1293 constable transferred from battalion to division


কলকাতা পুলিশের সশস্ত্র ব্যাটেলিয়নে কর্মরত ১২৯৩ জন কনস্টেবলকে ডিভিশনে ‘বদলি’ করা হল। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ এই নির্দেশিকায় সই করেন। তবে এটি একেবারেই রুটিন বদলি বলেই জানা গিয়েছে।সাধারণত কোনও ব্যাটালিয়ানে এক টানা ৫-১০ বছর এক একজন কাজ করেন। এরপর অনেককে থানায় বা ডিভিশনে বদলি করা হয়। অভিজ্ঞ কনস্টেবলকে গোয়েন্দা বিভাগ, ট্রাফিকেও পাঠানো হয়। সেইমতোই এই নির্দেশিকা জারি হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।

শুক্রবার ২২০০ জন নতুন কনস্টেবলের বিভিন্ন ব্যাটালিয়ানে যোগ দেওয়ার কথা। তার আগে ১২৯৩ জনকে বদলি করা হয়েছে। তবে নতুন যোগদানের কারণে ব্যাটালিয়ানও ফাঁকা থাকার প্রশ্ন নেই। পুলিশের এক কর্তা বলছেন, ২০১১ সাল থেকেই রাজ্যে ডিভিশন থানা অনেক বেড়ে গিয়েছে। কলকাতা পুরসভার সংযোজিত এলাকার থানা এলাকার ব্যাপ্তিও বেশি। কিন্তু থানা বা ডিভিশনে লোকবল সে ভাবে বাড়েনি।

এই ‘বদলি’-র ফলে থানা, ট্রাফিক সামলানোর কাজে লোকবল বাড়বে। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক নিয়ন্ত্রণ করতে খানিকটা সুবিধা হবে। অন্তত এমনটাই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *