Nadia News,ফসল চুরির নালিশ করায় যৌন হেনস্থা নাবলককে – nadia minor school student was punished by a neighbor youth


এই সময়, কৃষ্ণনগর: এক যুবককে জমি থেকে ফসল চুরি করতে দেখে জমির মালিককে বলে দিয়েছিলেন নদিয়ার তেহট্টের নাবালক এক স্কুল পড়ুয়া। ঘটনার জেরে তাকে চরম শাস্তি দিয়েছে কলেজপড়ুয়া প্রতিবেশী এক যুবক। নগ্ন করে গাছের ডালে ঝুলিয়ে ওই নাবালক স্কুল ছাত্রকে মারধরের পরে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। নাবালককে সাজা দেওয়ার একটি ভিডিয়ো তুলেছিলেন অভিযুক্তের এক বন্ধু। সেই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) সামনে এলে ঘটনার প্রায় পনেরো দিন পরে তেহট্ট থানায় অভিযোগ করেন নিগৃহীত ছাত্রটির পরিবার। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার আরও তদন্ত হচ্ছে।’

জানা গিয়েছে, নিগৃহীত স্কুলপড়ুয়া আর অভিযুক্ত যুবকের বাড়ি একই গ্রামে। কলেজ পড়ুয়া যুবককে সব্জি চুরি করতে দেখে জমির মালিককে বলে দেওয়ায় তাকে ডেকে বকাঝকা করেছিলেন জমির মালিক। এতেই রাগ গিয়ে পড়ে নাবালক ছাত্রের উপরে। মারধর ও যৌন হেনস্থার পরেও লজ্জায় বাড়িতে কিছুই বলেনি স্কুল ছাত্রটি।

জট কাটেনি রহস্যমৃত্যুর, ফের পুলিশ হাজতে রাহুল

ছেলে হঠাৎ চুপচাপ হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে পরিবার। কিছু হয়েছে কিনা, জানতে চায় তার মা। কয়েকদিন চুপচাপ থাকলেও মঙ্গলবার নির্যাতনের ওই ভিডিয়ো দেখে ছেলেকে জিজ্ঞেস করলে নাবালক কান্নায় ভেঙে পড়ে। তৃণমূলের স্থানীয় এক নেতা জেকের আলি বলেন, ‘নিজের হাতে আইন তুলে নিয়ে নাবালক ছাত্রটিকে যে ভাবে মারধর ও যৌন হেনস্থা করা হয়েছে, তা একেবারেই ঠিক হয়নি।’

অভিযুক্তের পরিবারের দাবি, তাদের কলেজপড়ুয়া ছেলেকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। একটু মারধর করা হয়েছিল মাত্র। বেশি কিছু নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *