জানা গিয়েছে, নিগৃহীত স্কুলপড়ুয়া আর অভিযুক্ত যুবকের বাড়ি একই গ্রামে। কলেজ পড়ুয়া যুবককে সব্জি চুরি করতে দেখে জমির মালিককে বলে দেওয়ায় তাকে ডেকে বকাঝকা করেছিলেন জমির মালিক। এতেই রাগ গিয়ে পড়ে নাবালক ছাত্রের উপরে। মারধর ও যৌন হেনস্থার পরেও লজ্জায় বাড়িতে কিছুই বলেনি স্কুল ছাত্রটি।
ছেলে হঠাৎ চুপচাপ হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে পরিবার। কিছু হয়েছে কিনা, জানতে চায় তার মা। কয়েকদিন চুপচাপ থাকলেও মঙ্গলবার নির্যাতনের ওই ভিডিয়ো দেখে ছেলেকে জিজ্ঞেস করলে নাবালক কান্নায় ভেঙে পড়ে। তৃণমূলের স্থানীয় এক নেতা জেকের আলি বলেন, ‘নিজের হাতে আইন তুলে নিয়ে নাবালক ছাত্রটিকে যে ভাবে মারধর ও যৌন হেনস্থা করা হয়েছে, তা একেবারেই ঠিক হয়নি।’
অভিযুক্তের পরিবারের দাবি, তাদের কলেজপড়ুয়া ছেলেকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। একটু মারধর করা হয়েছিল মাত্র। বেশি কিছু নয়।
