কিশোর সেই ভিডিয়ো মোবাইল ফোন বন্দি করে এবং জমির মালিক তা জানায়। অভিযোগ, এরপরই কিশোরের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন ওই যুবক। কিশোরকে এক নির্জন জায়গায় ডেকে নিয়ে গিয়ে শরীরের সমস্ত পোশাক খুলে দেন।
এখানেই শেষ নয়। এরপর ওই নগ্ন কিশোরকে গাছে ঝুলিয়ে মারধর ও যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। আর পুরোটাই ভিডিয়ো করা হয়। এরপর সেই ভিডিয়ো ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়ায়। এদিকে ওই কিশোর বেশ কিছুদিন ধরে মন মরা হয়ে থাকছিল। চোখে মুখে একটা ভয়ের ছাপ।
এরইমধ্যে নিগৃহীত কিশোরের বাবাকে এক প্রতিবেশি ওই ভিডিয়োটি দেখান। ছেলেকে জিজ্ঞাসা করতেই সমস্ত ঘটনার কথা খুলে বলে নির্যাতিত কিশোর। পরিবারের তরফে তেহট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
ধৃত যুবকের বাবার কথায়, ‘আমার ছেলেকে ওই বাচ্চা ছেলেটা রোজ চোর বলে। আমার ছেলে তাই প্যান্ট খুলে ওকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। তিন চারজন মিলে এটা করেছে। আমার ছেলেকেই পুলিশ ধরে নিয়ে গিয়েছে।’
এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, ঘটনাটি বেশ কয়েকদিন আগের। একটি ভিডিও ভাইরাল হওয়ায় তেহট্ট থানায় অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পকসো আদালতে তোলা হয়। বিষয়টি বিচারাধীন।