কিশোরকে নগ্ন করে গাছে ঝুলিয়ে তোলা হল ভিডিয়ো, অভিযুক্ত পাড়ারই দাদা – allegation one minor boy harassed by his neighbour arrested


নদিয়া: এক কিশোরকে নগ্ন করে গাছে ঝুলিয়ে রাখা ও সেই ভিডিয়ো তুলে ভাইরাল করার অভিযোগ উঠল তেহট্টে। অভিযোগের আঙুল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পকসো আইনে মামলা হয়। গ্রেফতারও করা হয় অভিযুক্ত যুবককে। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।ঘটনার সূত্রপাত সবজি চুরির অভিযোগকে কেন্দ্র করে। দিন ১৫ আগে ঘটনাটি ঘটে বলে খবর। ১৪ বছর বয়সি ওই কিশোর এলাকায় একটি পুকুরপাড়ে বসে মোবাইল ফোনে গেম খেলছিল। সেই সময় তার এলাকারই এক যুবক পাশের সবজি ক্ষেত থেকে পালং শাক, লাউ চুরি করছিলেন বলে অভিযোগ।

কিশোর সেই ভিডিয়ো মোবাইল ফোন বন্দি করে এবং জমির মালিক তা জানায়। অভিযোগ, এরপরই কিশোরের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন ওই যুবক। কিশোরকে এক নির্জন জায়গায় ডেকে নিয়ে গিয়ে শরীরের সমস্ত পোশাক খুলে দেন।

এখানেই শেষ নয়। এরপর ওই নগ্ন কিশোরকে গাছে ঝুলিয়ে মারধর ও যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। আর পুরোটাই ভিডিয়ো করা হয়। এরপর সেই ভিডিয়ো ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়ায়। এদিকে ওই কিশোর বেশ কিছুদিন ধরে মন মরা হয়ে থাকছিল। চোখে মুখে একটা ভয়ের ছাপ।

এরইমধ্যে নিগৃহীত কিশোরের বাবাকে এক প্রতিবেশি ওই ভিডিয়োটি দেখান। ছেলেকে জিজ্ঞাসা করতেই সমস্ত ঘটনার কথা খুলে বলে নির্যাতিত কিশোর। পরিবারের তরফে তেহট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

ধৃত যুবকের বাবার কথায়, ‘আমার ছেলেকে ওই বাচ্চা ছেলেটা রোজ চোর বলে। আমার ছেলে তাই প্যান্ট খুলে ওকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। তিন চারজন মিলে এটা করেছে। আমার ছেলেকেই পুলিশ ধরে নিয়ে গিয়েছে।’

এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, ঘটনাটি বেশ কয়েকদিন আগের। একটি ভিডিও ভাইরাল হওয়ায় তেহট্ট থানায় অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পকসো আদালতে তোলা হয়। বিষয়টি বিচারাধীন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *