হাড়হিম! মেয়েকে মেরে পাশে দাঁড়িয়ে মা, বিছানায় পড়ে দেহ…| The mother was sitting inside the house after killing her daughter with her own hands in barrackpore


বরুণ সেনগুপ্ত: গোয়ার হোটেলে ৪ বছরের ছেলেকে খুন করে পালাচ্ছিল স্টার্ট-আপ সিইও মা সূচনা শেঠ। এবার সেই ছায়াই পড়ল ব্যারাকপুরে। জানা গিয়েছে, নিজের মেয়েকে মেরে ঘরের মধ্যেই বসেছিলেন মা কবিতা ঘোষ। ঘটনাটি ঘটে, ব্যারাকপুরের পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, বছর খানেক আগে ডি রোডের বাড়ি কিনে এসে ছিল ইন্দ্রজিত্‍ ঘোষ। স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি। গতকাল রাতে মেয়েকে শ্বাসরোধ করে মেরে ঘরের ভিতরে বসে ছিলেন মা। ১২ বছরের মেয়ে রাজন্যা ঘোষকে নিয়ে চিন্তায় থাকতেন মা। 

জানা গিয়েছে, রাত থেকে মেয়েকে নিয়ে ঘর বন্ধ করে দিয়েছে মা। অনেক ডাকাডাকি করা সত্ত্বেও ঘর খোলেনি মা। প্রতিবেশীরাও ছুটে আসেন। কিন্তু শত চেষ্টা করেও দরজা খোলেনি মা। তারপর বাধ্য হয়ে পুলিসকে ডাকা হয়। তারপর দরজা খুলে দেখতে পায় বিছানায় শুয়ে আছে মেয়ে। পাশেই দাঁড়িয়ে আছে মা। বাবা মেয়েকে জড়িয়ে ধরে বুঝতে পারে যে অনেকক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন:Siliguri: ‘রাতে ছেলে, সকালে হয়ে গেল মেয়ে’! সদ্যোজাত বদলে তুলকালাম হাসপাতালে…

বাবা ইন্দ্রজিত্‍ জানিয়েছে, তাঁর স্ত্রীর মানসিক সমস্যা আছে। স্ত্রী বরাবরই মেয়েকে চিন্তায় থাকতেন। ভাবতেন যে, মেয়ে বড় হচ্ছে। তার উপর বাইরের লোক অত্যাচার করবে। এইসব ভেবেই ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলেন তাঁর স্ত্রী। এলাকা সূত্রে খবর, ইন্দ্রজিত্‍ তাঁর একমাত্র মেয়ে এবং স্ত্রীকে নিয়ে এক বছর আগেই এখানে আসেন। পাড়ার লোকের সঙ্গে মেলামেশা করতেন না কেউই। এমনকি কথাবার্তাও বলতেন না। বাড়িতে তাদেরর কোনও আত্মীয়-স্বজনও আসাযাওয়া করতে কেউ দেখেনি। ইতোমধ্যেই টিটাগর থানার পুলিস এসে তাকে গ্রেফতার করেছে কি কারনে তিনি এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *