Binay Tamang,ফের বিজেপির রাজুকে নিয়ে সুর নরম বিনয়ের, তবে কি এ বার গেরুয়া শিবিরে যোগ? তুঙ্গে জল্পনা – binay tamang congratulate bjp mp raju bista as he is included in finance ministry committee


লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করে পাহাড়ের রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছিলেন বিমল গুরুংয়ের একদা সঙ্গী বিনয় তামাং। ফের একবার রাজু বিস্তার ‘শ্রীবৃদ্ধি’-তে তাঁর সুর নরম। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পরামর্শদাতা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাকে। তাৎপর্যপূর্ণ ভাবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিনয় তামাং। এই রাজনীতিক আপাতত দলহীন। স্বাভাবিকভাবেই বিজেপি নেতা রাজু বিস্তার প্রতি তাঁর নরম সুর নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। তবে কি এ বার তিনি বিজেপির পথে পা বাড়াবেন? চলছে জোর চর্চা।মোর্চার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর তৃণমূলে রাজনৈতিক কেরিয়ার কিছুটা গুছিয়ে নিয়েছিলেন বিনয় তামাং। কিন্তু, পরে তিনি যোগ দিয়েছিলেন কংগ্রেসে। শোনা গিয়েছিল, লোকসভা নির্বাচনে তিনি দার্জিলিং কেন্দ্রে হাত শিবিরের প্রার্থী হতে পারেন। কিন্তু তা হয়ে ওঠেনি। মুনিশ তামাংকে প্রার্থী করে কংগ্রেস। এমনকী, প্রার্থী পছন্দ করার ক্ষেত্রেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁর কোনও মতামত নেয়নি বলেই জানা যায়। এরপর লোকসভা নির্বাচনের মুখে তিনি সমর্থন করে বসেছিলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে। এর কয়েক ঘণ্টার মধ্যেই ৬ বছরের জন্য তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। এরপর অবশ্য অন্য কোনও রাজনৈতিক দলে যোগদান করেননি বিনয়।

সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপাতত পাহাড় রাজনীতিতে বিস্তর কোণঠাসা বিনয় তামাং, পর্যবেক্ষণ ওয়াকিবহাল মহলের। এই প্রেক্ষাপটে রাজু বিস্তাতে তাঁর সুর নরম করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

(তথ্য সহায়তা সঞ্জয় চক্রবর্তী)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *