Civic Police Volunteer,মা দেখেন মেঝেতে পড়ে সিভিক ভলান্টিয়ার ছেলে, এমন সর্বনাশ হবে ভাবতেও পারেননি – a civic police volunteer of amdanga electrocuted when he checking electric connection


ঘরে লাইট জ্বলছিল না। কী সমস্যা, বাল্ব খুলে তা দেখতে যান এক যুবক। তাতেই তড়িতাদহ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। উত্তর ২৪ পরগনার আমডাঙার চণ্ডীগড় গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা। নিহতের নাম গিয়াসুদ্দিন শাহজি (৩৪)। এই ঘটনাকে কেন্দ্র করে চণ্ডীগড় পঞ্চায়েতের শশীপুর গ্রামে শোকের ছায়া।গিয়াসুদ্দিন পেশায় সিভিক ভলান্টিয়ার ছিলেন। এলাকায় পরিচিতি ছিল তাঁর। তরতাজা একটা ছেলের এভাবে চলে যাওয়ায় হতবাক পড়শিরাও। এলাকা সূত্রে খবর, ঘটনার সময় ঘরে একাই ছিলেন ওই যুবক। আচমকাই তড়িদাহত হন। ঘরের মেঝেতে পড়ে যান। কিছুক্ষণ পর মা ঘরে এসে দেখেন ছেলে পড়ে আছে। এরপরই চিৎকার চেঁচামেচি শুরু করেন।

পাড়ার লোকজন ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাঁকে আমডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হয়। তবে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকেরা জানান, বারাসত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গিয়াসুদ্দিন।

নিহতের জামাইবাবু এমডি আব্দুল কালাম বলেন, ‘যে সময় এই দুর্ঘটনা ঘটে সে সময় বাড়িতে কেউ ছিল না। পাশে কেউ থাকলে হয়ত এতটা মর্মান্তিক পরিণতি হত না। বাল্ব জ্বলছিল না বাবার ঘরে। সেই বাল্ব লাগাতে ঘরে গিয়েছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। আমডাঙা থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করত ও। ৩৩-৩৪ বছর বয়স হবে।’ ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *