Digha Road Accident: দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত কমপক্ষে ৩, আহত একাধিক – road accident near digha three persons expired news confirmed by tamluk police


দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে গাড়ি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত একাধিক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে একটি চার চাকা গাড়ি মেচেদা থেকে দিঘার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। মেচেদা-হলদিয়া ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর তমলুক থানার ভান্ডারবেড়িয়ার কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। তিনজন সাইকেল আরোহীকে পর পর ধাক্কা মারে গাড়িটি। এরপর রাস্তার ধারে একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারার পরে উল্টে যায় গাড়িটি। রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে গাছটিতে ধাক্কা মারার পরে গাড়ির ইঞ্জিন খুলে বেরিয়ে যায়। ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দু’জন স্থানীয় পথচারী এবং গাড়ির এক মহিলা যাত্রী নিহত হন। গাড়ির ভেতরে আরও একজন আটকে রয়েছে বলে খবর। ঘটনাস্থলে ছুটে আসে তমলুক থানার পুলিশ। গাড়িটিকে উদ্ধার করে তমলুক থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Road Accident: ডিভাইডারে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়ি, বারাসতে দুর্ঘটনায় মৃত ১, আহত একাধিক
আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তিকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। তবে স্থানীয় ব্যক্তিদের পরিচয় পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে একজনের নাম রাজেন্দ্র সামন্ত, আরেকজনের নাম প্রশান্ত রায়। ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। তমলুক থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *