ঘূর্ণিঝড় দানা স্থলভাগে আছড়ে পড়ার পর দুর্যোগ শুরু হয় বাংলাতেও। যদিও ঝড় ও ব্যাপক বৃষ্টিতে অল্পবিস্তর ক্ষতি হয়েছে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে। রাতভর নবান্ন থেকে পরিস্থিতির উপর নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে নবান্নে সেই নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তিনি। সেখানেই অন্য প্রসঙ্গে উঠে আসে দক্ষিণেশ্বর থানার কথা। মুখ্যমন্ত্রী জানান, শীঘ্রই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বদলে তাঁকে হাওড়া পুলিশ কমিশনারেটের আওতায় আনা হবে।