এই সময়, মালদা: এক টোটোচালককে মারধর করার অভিযোগ উঠেছে মালদার বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার-এর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। মারধর করার সময়ে বিধায়ক হাজির থাকলেও তিনি নিরাপত্তারক্ষীকে না আটকে উল্টে তাঁর সমর্থনে গলা ফাটিয়েছেন বলে অভিযোগ।বৃহস্পতিবার বিকেলে বৈষ্ণবনগর থানার বেদরাবাদ এলাকায় ওই ঘটনার ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সাফারি পরে থাকা এক ব্যক্তি রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা এক টোটোচালককে শাসানোর পাশাপাশি তাঁকে ধাক্কা দিচ্ছেন। আশপাশের লোকজন প্রতিবাদ করে বলছেন, ‘প্রথমেই গায়ে হাত দিলেন কেন?’ কেউ বলছেন, ‘দুটো গাড়ি তো এখান দিয়ে দিব্যি চলে গেল, তা হলে আপনাদের গাড়ির ক্ষেত্রে সমস্যা হলো কেন?’
একজন আবার বলছেন, ‘মারার ভিডিয়ো কর।’ এর পরেই দেখা যায়, ওই বিধায়ক তাঁর সিকিউরিটির হয়েই সাফাই দিচ্ছেন। স্থানীয়দের সঙ্গে এক সময়ে সিকিউরিটির ধাক্কাধাক্কিও হয়। এই ভিডিয়ো ভাইরাল হতেই জেলায় চাঞ্চল্য ছাড়িয়েছে। বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক অম্লান ভাদুড়ী কটাক্ষ করে বলেছেন, ‘তৃণমূল বিধায়ক নিজেই নিরীহ মানুষের উপরে হওয়া অত্যাচারকে প্রশ্রয় দিচ্ছেন।’
একজন আবার বলছেন, ‘মারার ভিডিয়ো কর।’ এর পরেই দেখা যায়, ওই বিধায়ক তাঁর সিকিউরিটির হয়েই সাফাই দিচ্ছেন। স্থানীয়দের সঙ্গে এক সময়ে সিকিউরিটির ধাক্কাধাক্কিও হয়। এই ভিডিয়ো ভাইরাল হতেই জেলায় চাঞ্চল্য ছাড়িয়েছে। বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক অম্লান ভাদুড়ী কটাক্ষ করে বলেছেন, ‘তৃণমূল বিধায়ক নিজেই নিরীহ মানুষের উপরে হওয়া অত্যাচারকে প্রশ্রয় দিচ্ছেন।’
যদিও চন্দনা বলেন, ‘পারদেওনাপুরের যে তিনজন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের গঙ্গায় ভেসে গিয়েছেন, তাঁদের বাড়িতে গিয়েছিলাম। ওখানকার মৎস্যজীবীদের সঙ্গে বৈঠক করে ফেরার সময়ে দেখি একটি টোটো রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। গাড়ি যেতে অসুবিধা হবে বলে চালক কয়েকবার হর্ন বাজালেও টোটোচালক পাত্তা দেননি। আমার সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী নেমে গিয়ে টোটোটি রাস্তার একপাশে সরাতে বলেন। তখন টোটোচালক উল্টে খারাপ কথা বলে। আমার সিকিউরিটি ওকে একটু শাসিয়েছে মাত্র।’
তাঁর দাবি, ‘বাক-বিতণ্ডার সময়ে বেশ কয়েক জন রাস্তায় জড়ো হয়। এলাকাটি ভালো নয়। কিছুদিন আগেও পুলিশ পর্যন্ত আক্রান্ত হয়েছিল। তাই আমি বিবাদ মেটাতে গাড়ি থেকে নেমে গিয়ে কথা বলি।’ তাঁর সংযোজন, ‘বদনাম করার জন্য ঘটনার আংশিক ভিডিয়ো তুলে বিরোধীদলের লোকজন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে।’