অস্ত্রের আঘাতে মৃত্যু স্বামীর, পাশেই অর্ধনগ্ন দেহ স্ত্রীর! হাড়হিমকাণ্ড ভাঙড়ে.. An elderly Couple brutally murdered in Bhangar


প্রসেনজিত্‍ সরদার: ভাঙড়ে খুন! একই বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ। স্বামীর শরীরে অস্ত্রের আঘাত, পাশেই অর্ধনগ্ন অবস্থায় পড়ে স্ত্রীর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য চন্দনেশ্বর এলাকায়।

আরও পড়ুন:  Durgapur Steel Plant: লিফটের নিচে মিলল দেহ! দুর্গাপুর স্টিল প্ল্যান্টে আধিকারিকের রহস্যমৃত্যু…

স্থানীয় সূত্রে খবর, মৃতেরা হলেন মোশারফ পিয়াদা ও  তাঁর স্ত্রী শাহানারা বিবি। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ভাঙড়ের চন্দনেশ্বর এলাকার বাড়িতে থাকতেন ওই দম্পতি। আজ, রবিবার সকালে বাড়ি থেকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিস। রক্তের দাগ ছিল বাড়ির সামনের রাস্তাতেও!

এদিকে শনিবার রাতে মোবাইলে মেয়ের সঙ্গে কথা হয়েছিল ওই দম্পতির। বিবাহিতা ওই যুবতীর দাবি, বাবা-মায়ের ঝগড়াঝাঁটি হয়নি, কোনও গন্ডগোলই ছিল না। অভিযোগ, ‘আমার বাবাকে কুপিয়ে মাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে কেউ। বাইরে থেকে দরজার ছিটকিনি ভাঙা হয়েছে। ওদের খুন করা হয়েছে’। কিন্তু কে এমন কাণ্ড ঘটাল? কাকে সন্দেহ করেন? সেবিষয়ে অবশ্য কিছু বলেননি তিনি। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। বাড়ি কাছাকাছি রয়েছে দুটি সিসিটিভি। সেখান থেকে কোনও ফুটেজ পাওয়া যায়নি কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, ভাঙড়ে নৃশংসভাবে খুন জব্বার মোল্লা নামে এক প্রৌঢ়। শাকশহর এলাকায় চায়ের দোকান থেকে উদ্ধার হয় তাঁর গলাকাটা দেহ। স্থানীয় সূত্রের খবর, যে দোকানে দেহ পাওয়া গিয়েছে, সেই দোকানটি জব্বারেই। রোজই দোকান খুলতেন তিনি। রাতে দোকানেই ঘুমাতেন। কিন্তু মঙ্গলবার সকালে দোকান খুলতে দেখা যায়নি ওই প্রৌঢ়কে। এরপর ছেলে যখন অন্য একটি চাবি দিয়ে দোকানে দোকান খোলেন, তখনই বাবার গলাকাটা দেহ পড়তে থাকতে দেখেন।

আরও পড়ুন:  Basirhat Sangrampore Kali: আশ্চর্য! ঘন ঘোর রাতে রাজা দেখলেন গভীর বনের ভিতর থেকে আলো ঠিকরে বেরোচ্ছে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *